Bjp Yuva Morcha: 'হাতিয়ার' সেই থালা-বাটি! চাকরি চাইতে বাংলার পথে নামবে BJP যুব মোর্চা

Last Updated:

Bjp Yuva Morcha: রাজ্যের ৩৪১ টি বুথে ব্লক অফিসের সামনে থালা-বাটি নিয়ে আন্দোলনে বসবে যুবমোর্চা। ১৫ জুনের পর থেকেই শুরু হবে ব্লক স্তরে আন্দোলন।

কলকাতা: বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবার নয়া স্লোগান নিয়ে আসরে নামছে বিজেপি যুব মোর্চা (Bjp Yuva Morcha)। সেই কারণে নয়া স্লোগানও তাঁরা বেধেছে। 'ভিক্ষা নয়, শিল্প চাই, কাজ চাই।' শিল্পের দাবিতে এবার আন্দোলনের পথে নামছে বিজেপি যুবকর্মীরা। ইতিমধ্যেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আলোচনা সেরেছেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Soumitra Khan)। কীভাবে হবে আন্দোলন? জানা গিয়েছে, রাজ্যের ৩৪১ টি বুথে ব্লক অফিসের সামনে থালা-বাটি নিয়ে আন্দোলনে বসবে যুবমোর্চা। ১৫ জুনের পর থেকেই শুরু হবে ব্লক স্তরে আন্দোলন। এমনকী কলকাতাতেও এই আন্দোলন হবে বলে জানা গিয়েছে।
২০০ আসনের লক্ষ্য নিয়ে বাংলায় ভোট যুদ্ধে নেমেছিল বিজেপি। কিন্তু থেমে যেতে হয়েছে ৭৭ আসনেই। আর এরপরে শোচনীয় এই হারের কারণ পর্যালোচনা করতে একাধিকবার বৈঠক করেছে বিজেপি (BJP)। কিন্তু এবার বঙ্গ বিজেপি নেতৃত্ব নতুন ভাবে নিজেদের রণকৌশল এবং নীতি নির্ধারণ করতে বৈঠকে বসতে চলেছে। জানা গিয়েছে, আগামী ৮ জুন হেস্টিংসের কার্যালয়ে রাজ্য গেরুয়া শিবিরের এই পর্যালোচনা বৈঠক রয়েছে। সেখানে থাকবেন কেন্দ্রীয় ও রাজ্যস্তরের সকল নেতাই।
advertisement
জানা গিয়েছে, বাংলার বিধানসভা নির্বাচনে হারের পর্যালোচনার পাশাপাশি সাংগঠনিক স্তরে রদবদল নিয়েও আলোচনা হতে পারে ওই বৈঠকে। নির্বাচনের ফলাফলের পর থেকেই বিজেপিতে গুঞ্জন, দলের সংগঠনে এবার বড়সড় রদবদল হতে পারে। সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে এই বৈঠকে উঠে আসতে পারে সেই রদবদল প্রসঙ্গ। অপরদিকে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে কটাক্ষ করে নতুন স্লোগান তৈরি করে পথে নামার প্রস্তুতিও সেরে রাখা হবে ওই বৈঠক থেকেই।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে সরকারের উদ্দেশে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আমাদের হাতে ৭৫ জন বিধায়ক আছে। আর তা দিয়েই আমার বিধানসভায় সরকারের দমবন্ধ করে দেব। আর বাইরেও আমাদের লড়াই চলবে।' একইসঙ্গে রাজ্যে শোচনীয় পরাজয়ের পিছনে দলীয় কর্মীদের ভয়ভীতিকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। বলেন, 'বহু এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। আমাদের কর্মীরা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছেন অনেক জায়গায়। গণনাকেন্দ্র ছেড়ে চলে গিয়েছিলেন। ফলে ক্ষতি হয়েছে।'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bjp Yuva Morcha: 'হাতিয়ার' সেই থালা-বাটি! চাকরি চাইতে বাংলার পথে নামবে BJP যুব মোর্চা
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement