BJP Workshop: আগামী ১২ ও ১৩ অগাস্ট এ রাজ্যে বিশেষ কর্মশালা বিজেপি-র, ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদিও

Last Updated:

BJP Workshop in West Bengal: আগামী ১২ এবং ১৩ অগাস্ট কোলাঘাটের একটি রিসর্টে হবে বিশেষ কর্মশালা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা থাকবেন।

আগামী ১২ ও ১৩ অগাস্ট এ রাজ্যে বিশেষ কর্মশালা বিজেপি-র, ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদিও
আগামী ১২ ও ১৩ অগাস্ট এ রাজ্যে বিশেষ কর্মশালা বিজেপি-র, ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদিও
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বাংলায় বিজেপির দু’দিনের বিশেষ কর্মশালায় ভার্চুয়ালি থাকার প্রবল সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে জেলা পরিষদের প্রধানদের নিয়ে দু’দিনের কর্মশালা তথা সম্মেলন হতে চলেছে এ রাজ্যে।
আগামী ১২ এবং ১৩ অগাস্ট কোলাঘাটের একটি রিসর্টে হবে বিশেষ কর্মশালা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বরা থাকবেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে বিজেপি সূত্রের খবর। দ্বিতীয় দিনের সম্মেলনের শেষ দিনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মোদি। ১১ তারিখ রাতেই কলকাতায় এসে পৌঁছচ্ছেন জে পি নাড্ডা। বিজেপি পরিচালিত বিভিন্ন জেলা পরিষদ ও স্বশাসিত পরিষদের ১৭০ জন প্রধানরা উপস্থিত থাকবেন।,
advertisement
advertisement
২০২৪-এর লক্ষ্যে গ্রামীণ ভোট ব্যাঙ্কে নজর বিজেপির। মূলত গোটা দেশের গ্রামাঞ্চলের দলীয় নেতৃত্বরা আসবেন বাংলায় । গ্রামের মানুষকে কাছে টানতে কেন্দ্রীয় প্রকল্পের সুফল নিয়ে কর্মশালায় আলোচনা হবে বলে বিজেপি সূত্রের খবর। ‘গ্রাম যার বাংলা তার’- এই ধারণা থেকেই লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির ব্যবস্থাপনায় হতে চলেছে এই কর্মশালা। গেরুয়া শিবিরের নজর গ্রামীণ ভোট ব্যাঙ্ক। বিহার ঝাড়খণ্ড, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যোগ দেবেন এই সম্মেলনে। জে পি নাড্ডার এই বঙ্গ সফরে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
advertisement
রাজ্য বিজেপি সূত্রের খবর, বঙ্গ বিজেপি চাইছে জেপি নাড্ডাকে দিয়ে একটি রাজনৈতিক প্রকাশ্য সমাবেশ করতেও। তবে জনসভার বিষয়টি এখনও আলোচনার স্তরেই রয়েছে। বছর ঘুরলেই লোকসভা ভোট। দিল্লির মসনদ থাকবে কার দখলে? এই প্রেক্ষাপটে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের বিজেপি প্রতিনিধিদের নিয়ে বঙ্গে দু’দিনের সম্মেলন রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Workshop: আগামী ১২ ও ১৩ অগাস্ট এ রাজ্যে বিশেষ কর্মশালা বিজেপি-র, ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন নরেন্দ্র মোদিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement