হোম /খবর /কলকাতা /
সংঘাত প্রকাশ্য়ে, দলবিরোধী মন্তব্যের জন্য সায়ন্তন বসুকে শো-কজ করল বিজেপি

সংঘাত প্রকাশ্য়ে, দলবিরোধী মন্তব্যের জন্য সায়ন্তন বসুকে শো-কজ করল বিজেপি

সায়ন্তন বসু।

সায়ন্তন বসু।

মনে করা হচ্ছে, জিতেন তিওয়ারি বা দশথরথ তিরকেদের নিয়ে লাগামছাড়া মন্তব্যের কারণেই এই কোপ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের জন্য শো-কজ করা হল বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে। সায়ন্তন ছাড়াও শো-কজ করা হয়েছে নাগরাকাটার মণ্ডল সভাপতি সন্তোষ হাতি এবং আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মাকেও। ঠিক কোন অভিযোগে তাঁদের শোকজ, তা স্পষ্ট করে বলা নেই এই চিঠিতে। তবে মনে করা হচ্ছে, জিতেন তিওয়ারি বা দশথরথ তিরকেদের নিয়ে লাগামছাড়া মন্তব্যের কারণেই এই কোপ।

দলের তরফে ওই চিঠিতে সায়ন্তন বসুকে বলা হয়েছে ১৮ ডিসেম্বর তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় দলবিরোধী মন্তব্য করেছিলেন। এই মন্তব্য দলের ২৫০ নং ধারা অনুযায়ী দলীয় স্বার্থের পরিপন্থী। এই অবস্থায় সায়ন্তনকে সাতদিনের মধ্যে জানাতেও বলা হয়েছে যে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।

প্রসঙ্গত জিতেন তিওয়ারি যখন বিজেপিতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন, বিজেপির অনেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। রাজনৈতিক মহল মনে করছ, সায়ন্তনের বিরুদ্ধে এই ব্যবস্থা আসলে নির্বাচন

Published by:Arka Deb
First published:

Tags: Sayantan Basu