Narendra Modi: 'কলকাতার নরেনই গুজরাতের নরেন্দ্র মোদি', দাবি রাহুল সিনহার! বদ্ধ উন্মাদ বলে কটাক্ষ কুণালের
- Published by:Debamoy Ghosh
- Reported by:SUSOBHAN BHATTACHARYA
Last Updated:
নিজের এই মন্তব্যের বিশদে ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি৷
#কলকাতা: এর আগে মা সারদার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি৷ এবার স্বামী বিবেকানন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টানলেন বিজেপি নেতা রাহুল সিনহা৷ এ দিন কলকাতায় এ দিন বিজেপি-র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেতা দাবি করেন, 'কলকাতার নরেন গুজরাতে নরেন্দ্র মোদি রূপে জন্ম নিয়েছেন৷'
পরে অবশ্য নিজের এই মন্তব্যের বিশদে ব্যাখ্যাও দিয়েছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি৷ কেন নরেন্দ্র মোদির মধ্যে তিনি স্বামী বিবেকানন্দকে খুঁজে পাচ্ছেন, তাও ব্যাখ্যা করেছেন তিনি৷
আরও পড়ুন: 'শুনছি উনি ৫ তারিখ দিল্লি যাবেন... তার আগেই...' ডিসেম্বরের শুরুতে বিরাট পরিকল্পনা ঘোষণা শুভেন্দুর
advertisement
রাহুল সিনহা বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই স্বামী বিবেকানন্দের রূপ নিয়েছেন৷ এটা শুধু আমরা নয়, গোটা ভারতবর্ষ বিশ্বাস করছে৷ কারণ বিবেকানন্দের দেখানো পথেই মোদিজি কাজ করছেন৷ রামকৃষ্ণ শিবজ্ঞানে জীব সেবার কথা বলতেন৷ মোদিজিও সেভাবেই কাজ করছেন৷'
advertisement
আরও পড়ুন: 'ওরা কেন্দ্রীয় সরকারের 'ইউনিফর্ম' পরা বিজেপির 'স্বেচ্ছাসেবক', কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য মন্ত্রীর?
রাহুল সিনহার এই মন্তব্যে যথারীতি তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,'সারা বাংলায় উনি বার দশেক হেরেছেন৷ মাথা এমনিই গেছে৷ এটা রাজ্য বিজেপি-র আসল চেহারা৷ স্বামী বিবেকানন্দকে মোদির মধ্যে দেখছে!এরা কি পাগল না বদ্ধ উন্মাদ৷ সমাজে এই ধরনের পাগল ঘুরে বেড়ানো ঠিক নয়৷ অবিলম্বে দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত৷'
advertisement
তৃণমূল বিধায়ক নির্মল মাজিও একই ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার রূপ বলে দাবি করে বিতর্কে জড়ান৷ যে মন্তব্যের জেরে বিবৃতি প্রকাশ করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ৷ বিজেপি থেকে তৃণমূলে নাম লেখানো বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসও ভগিনী নিবেদিতার সঙ্গে মুখ্যমন্ত্রী তুলনা টেনেছিলেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2022 8:41 PM IST