JP Nadda: বঙ্গ রাজনীতিতে 'উলটপুরাণ', নাড্ডার মুখে মমতার 'স্লোগান', সরগরম রাজ্য রাজনীতি
- Published by:Satabdi Adhikary
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
কখনও তাঁদের মুখে বাংলার মনীষীদের কথা। কখনও ভাষণ দেওয়ার সময় ভাঙা ভাঙা বাংলায় কথা বলা। মোদি-শাহ কিংবা নড্ডা, প্রত্যেকের মুখেই কমবেশি এমন কথা শোনা গিয়েছে
কলকাতা: বিজেপি সর্বভারতীয় সভাপতির পদে মেয়াদ বৃদ্ধির পরে বৃহস্পতিবার প্রথম বঙ্গ সফরে এসেছিলেন জগৎপ্রকাশ নাড্ডা। এদিন নদিয়ার বেথুয়াডহরিতে সভা করেন তিনি। সভামঞ্চ থেকেই একের পর এক তোপ দাগেন বঙ্গের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে। কিন্তু, এদিন নাড্ডার মুখে 'জয় বাংলা' স্লোগান শুনে চমকে যান সকলে। তৃণমূলকর্মীদের দাবি, এ-তো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্লোগান। সরগরম বঙ্গ রাজনীতি।
নদিয়ার বেথুয়াডহরিতে বিজেপির সভায় বক্তৃতা করার সময়, একদম শেষে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে বলতে শোনা যায়, "জয় ভারত। জয় বঙ্গাল।"
আরও পড়ুন: চোর সন্দেহে একরত্তি শিশুকে বেঁধে এলোপাথাড়ি চড়-থাপ্পর! ভিডিও দেখে আঁতকে উঠছেন সবাই
একুশের উত্তপ্ত ভোটযুদ্ধে বারবারই তৃণমূল নেতা, কর্মী- সমর্থকদের মুখে শোনা গিয়েছে 'জয় বাংলা' স্লোগান। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা যায় 'জয় বাংলা'। এ নিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে সেই সময় সমালোচনাও করতে ছাড়েননি বিজেপি নেতারা। সেই জয় বাংলা স্লোগানই এবার বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে।
advertisement
advertisement
একুশের নির্বাচনী প্রচার থেকে শুরু। বার বারই বাংলার মানুষের সামনে বাঙালি আবেগকে ছোঁয়ার মরিয়া চেষ্টা দেখা গিয়েছে বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে। কখনও তাঁদের মুখে বাংলার মনীষীদের কথা। কখনও ভাষণ দেওয়ার সময় ভাঙা ভাঙা বাংলায় কথা বলা। মোদি-শাহ কিংবা নড্ডা, প্রত্যেকের মুখেই কমবেশি এমন কথা শোনা গিয়েছে।
আরও পডুন: বিমানের সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় বড় শাস্তির ঘোষণা, ৩০ লক্ষ টাকা জরিমানা এয়ার ইন্ডিয়ার
এ রাজ্যে রাজনৈতিক কর্মসূচিতে এসে নরেন্দ্র মোদিকে বলতে শোনা গিয়েছে, "প্রিয় মা, বোন ভাই ও বন্ধুরা মেদিনীপুরের এই পবিত্র মাটিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।" যদিও এত কিছুর পরেও সেই ভাঙা ভাঙা বাংলা পড়ার প্রভাব পড়েনি একুশের ইভিএম-এ।
advertisement
বৃহস্পতিবার জেপি নাড্ডাকেও নদিয়ার সভাতে মাঝেমধ্যে বাংলায় বক্তব্য রাখতে দেখা যায়। এবার কি তবে পঞ্চায়েতে নজর?
শাসক শিবির অবশ্য বলছে, "মমতা আজ যা ভাবেন, নাড্ডারা তা কাল ভাবেন।" আর পাল্টা গেরুয়া শিবিরের দাবি, "'জয় বাংলা' মমতার স্লোগান নয়, এটা বাংলাদেশের স্লোগান।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 20, 2023 7:24 PM IST