BJP MLA: ফের দলবদল? বিজেপি বিধায়কের পোস্ট, জল্পনা উসকে দিলেন কুণাল ঘোষ! তালিকায় আরও ৪ সাংসদ?
- Published by:Suman Biswas
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
BJP MLA: বিজেপির অন্তত ৪ জন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে আছেন। একঝাঁক বিধায়কও তৈরি রয়েছেন দল বদলাতে। কিছুদিন আগেই কুণাল ঘোষের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিস্তর চাপানউতোর।
কলকাতা: বিধানসভা নির্বাচনের এক বছর আগে কেন্দ্রীয় নেতৃত্ব যখন রাজ্য বিজেপির ঘর গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তখনই হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের দলত্যাগ এবং তৃণমূলে যোগদানের ঘটনা ঘটে। এ বার কুমারগ্রামের বিধায়কের ‘বিদ্রোহী’ পোস্ট ফের রাজ্য বিজেপির শীর্ষনেতাদের অস্বস্তি বাড়িয়ে দিল। কয়েকদিন আগেই এক্কেবারে শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন ধরিয়েছে তৃণমূল। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। তার পরেই ফের দলবদল নিয়ে শুরু হয়ে যাচ্ছে জোর তরজা।
বিজেপির অন্তত ৪ জন সাংসদ তৃণমূলে আসার জন্য তৈরি হয়ে আছেন। একঝাঁক বিধায়কও তৈরি রয়েছেন দল বদলাতে। কিছুদিন আগেই কুণাল ঘোষের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিস্তর চাপানউতোর। এরই মধ্যে কুমারগ্রামের বিধায়কের সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুণাল ঘোষ ফের বলেন, ২০২১ সালে বলেছিল আব কি বার ২০০ পার। যদিও বিজেপি থেমে গিয়েছিল মাত্র ৭৭ আসনে। ২০২৪ সালেও বলেছিল ৩০ এর বেশি আসন পাবে। দেখা গেল আসন সংখ্যা ১৮ থেকে কমে ১২ হয়ে গেছে। বিধানসভা ভোটের দিন যত এগিয়ে আসবে ততই ওরা ৬০ থেকে ৫০ হয়ে ৪০ হয়ে যাবে। এর উপাদান সর্বত্র দেখা যাচ্ছে। বিজেপি বিধায়কদের দলের মধ্যেই অসন্তোষ, বিরক্তি দেখা যাচ্ছে। নিজেদের মধ্যেই তাদের দূরত্ব বাড়ছে। এরা অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছেন।”
advertisement
advertisement
এখন দেখার তৃণমূল কতজনকে দলে নেয়। যদিও উত্তরের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তো গোটা জল্পনাই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তাঁর আবার দাবি, তৃণমূল থেকেই তাঁদের বিধায়করা দল বদল করতে মুখিয়ে রয়েছেন। বিদ্রোহী’ মনোজ লিখেছেন, ‘‘শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ বাংলায় পরিবর্তন আনতে জান-প্রাণ লাগিয়ে দিচ্ছেন। কয়েকজন নেতা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উঠেপড়ে লেগেছেন। সাধারণ কর্মীদের ভাবাবেগে আঘাত করে ও তাঁদের পছন্দের বিরুদ্ধে (গিয়ে) চাটুকারিতাকেই প্রাধান্য দিচ্ছেন।’’
advertisement
মনোজ ওই পোস্টেই লিখেছেন যে, তিনি দলের কোনও দায়িত্বে থাকতে চান না। তাঁর কথায়, ‘‘এই পরিবেশে দলের কোনও পদে থাকতে পারছি না। তাই সব দলীয় পদ থেকে অব্যাহতি নিলাম। একজন সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে থাকব।’’ নজরে পড়ার মতো বিষয় হল, শুভেন্দু, দিলীপের প্রশংসা করছেন মনোজ কিন্তু সেই তালিকায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম নেই। বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়ক মনোজের পারফরম্যান্স অত্যন্ত ভালো বলেই অনেকে মনে করেন। নিজের এলাকার উন্নয়ন সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় তার বক্তব্য প্রশংসিত হয়। এই অবস্থায় মনোজের অভিমান নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 1:44 PM IST