BJP Lok Sabha Election: একেবারেই আলাদা, লোকসভা জিততে দুরন্ত ছক বিজেপির! নাম রয়েছে বাংলারও

Last Updated:

BJP Lok Sabha Election: লোকসভার আগে দেশজুড়ে পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ দেবে বিজেপি।

দুরন্ত ছক বিজেপির
দুরন্ত ছক বিজেপির
রাজীব চক্রবর্তী, কলকাতা: বিভিন্ন রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পর্ব শেষ হতে না হতেই লোকসভার দিকে নজর বিজেপির। ইতিমধ্যেই রাজ্যগুলির সভাপতি, সাধারণ সম্পাদক, দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এবং মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার লোকসভা নির্বাচনের আগে সারা দেশে দলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছে বিজেপি। দেশের তিনটি রাজ্যে প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে।
বিজেপি শাসিত দুই রাজ্য হরিয়ানা এবং গুজরাত। তবে কৌশলগতভাবে পশ্চিমবঙ্গেও একটি প্রশিক্ষণ শিবির হবে। এই শিবির আয়োজন, পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে কৈলাস বিজয়বর্গীয় এবং বিনয় সহস্রবুদ্ধকে।
advertisement
পশ্চিমবঙ্গের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বাংলা, বিহার, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পঞ্চায়েত সদস্যদের। গুজরাতে প্রশিক্ষণ নেবেন- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ়ের পঞ্চায়েত সদস্যদের। হরিয়ানায় প্রশিক্ষণ হবে – হরিয়ানা, জম্মুকাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের পঞ্চায়েত সদস্যদের।
advertisement
আগামী ১৫ অগস্টের আগে প্রশিক্ষণ পর্ব শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। লোকসভা এবং তার আগে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। দেশের ৫৪৩টি লোকসভা আসনকে তিনটি অঞ্চলে ভাগ করে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। উত্তর, পূর্ব এবং দক্ষিণ এই তিন অঞ্চলে ভাগ করা হয়েছে লোকসভা আসনগুলিকে। চলতি মাসে কয়েক দিন আগে এই সমস্ত অঞ্চলগুলির নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিন দিন ধরে তিন জায়গায় এই বৈঠক হয়।
advertisement
প্রতিটি অঞ্চলের শীর্ষ নেতাদের নিয়ে ৬ থেকে ৮ জুলাই বৈঠক করেন জেপি নাড্ডা। সেই বৈঠকে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা, রাজ্যসভাপতি, সাংগঠনিক সম্পাদক, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং জাতীয় কর্মসমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। যদিও পঞ্চায়েত নির্বাচনের কারণে হাজির থাকতে পারেননি বঙ্গ বিজেপির নেতারা। ৬ জুলাই অসমের গুয়াহাটি, ৭ জুলাই দিল্লি এবং ৮ জুলাই হায়দরাবাদে এই বৈঠক হয়। গতমাসে আমেরিকা-মিশর, দু’দেশের সফর সেরে দেশের ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে নিজের বাসভবনে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।  সূত্রের খবর, সেই বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মোদি-শাহ-নাড্ডা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Lok Sabha Election: একেবারেই আলাদা, লোকসভা জিততে দুরন্ত ছক বিজেপির! নাম রয়েছে বাংলারও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement