ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে হাজির রাজ্যপাল-শুভেন্দু-সুকান্ত-শমীক! চমকপ্রদ উপস্থিতি সস্ত্রীক দিলীপ ঘোষেরও

Last Updated:

রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করল সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷

ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে হাজির রাজ্যপাল-শুভেন্দু-সুকান্ত-শমীক! চমকপ্রদ উপস্থিতি সস্ত্রীক দিলীপ ঘোষেরও
ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে হাজির রাজ্যপাল-শুভেন্দু-সুকান্ত-শমীক! চমকপ্রদ উপস্থিতি সস্ত্রীক দিলীপ ঘোষেরও
কলকাতা: রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করল সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ উপস্থিত ছিলেন বঙ্গ বিজেপির নেতা সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ৷ অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যোগ দেন সাধুসন্তরাও। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও৷
গীতা পাঠ অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ শুভেন্দু অধিকারী মাটিতে বসে গীতা পাঠ করেন৷ শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার পাশাপাশি বসে গীতা পাঠ করছেন। দিলীপ ঘোষ রাজকমল পাঠক গীতা পাঠ করেছেন বলেই জানা গিয়েছে৷
advertisement
advertisement
এই অনুষ্ঠানের আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। অনুষ্ঠানের জন্য তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে যোগ দেবেন দেড়শো সাধুসন্ত। এছাড়া অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা এবং বেরনোর জন্য ১৮টি গেট তৈরি করা হয়েছে। তৈরি করা হয় ২০ টি জোন।
এর আগে ২০২৪-এ লোকসভা ভোটের আগেও ২০২৩ এর ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। আর ২০২৬-এ বিধানসভা ভোটের আবহে রবিবার ব্রিগেড ময়দানেই হল ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। যেখানে মুখ্য অতিথি হিসাবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজ। তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠ অধিশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরা এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে।আজ সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গীতা পাঠ চলবে৷
advertisement
রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমাপদ পাল, জলধর মাহাতো-সহ পূর্ব ভারতে আরএসএসের শীর্ষ পদাধিকারীরা। মূল মঞ্চে ছিলেন প্রধান অতিথিরা। সেই তালিকায় রয়েছেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ অর্থাৎ কার্তিক মহারাজ, রিষড়া প্রেমমন্দিরের অধ্যক্ষ নির্গুণানন্দ ব্রহ্মচারী, জগৎবন্ধু আশ্রমের বন্ধুগৌরব দাস মহারাজ। সর্বভারতীয় ক্ষেত্রে অনেক সাধুসন্তকে আমন্ত্রণ জানানো হয়েছে আজকের গীতাপাঠের কর্মসূচিতে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে হাজির রাজ্যপাল-শুভেন্দু-সুকান্ত-শমীক! চমকপ্রদ উপস্থিতি সস্ত্রীক দিলীপ ঘোষেরও
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement