Sukanta Majumdar: ‘এই বিশাল শক্তি যদি নেশার কবলে পড়ে...’, কোন শক্তির কথা বললেন সুকান্ত মজুমদার? ‘নমো যুব দৌড়'-এ এসে বড় বার্তা বিজেপি নেতার
- Published by:Ankita Tripathi
- Reported by:Susmita Mondal
Last Updated:
নমো যুব দৌড়' কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি জানান, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হল নেশামুক্ত ভারত গড়ে তোলা এবং যুবসমাজকে সঠিক পথে এগিয়ে দেওয়া।
কলকাতা: ‘নমো যুব দৌড়’ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন তিনি জানান, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হল নেশামুক্ত ভারত গড়ে তোলা এবং যুবসমাজকে সঠিক পথে এগিয়ে দেওয়া। সুকান্ত মজুমদার বলেন, “আমাদের দেশে বিশ্বের অন্যতম বৃহৎ যুব জনসংখ্যা রয়েছে। যদি এই বিশাল শক্তি নেশার কবলে পড়ে যায়, তবে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এই ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে, যাতে যুবক-যুবতীরা সমাজকে আসক্তিমুক্ত করার শপথ নেয়।”
এদিনের এই দৌড়ে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ নেন। সকাল থেকে শহরের রাস্তায় উৎসবের আবহ তৈরি হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন ক্রীড়াবিদ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও। মন্ত্রী আরও বলেন, “নেশা সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেয়। যুবকদের কাছে আমার আবেদন, আপনারা নিজে নেশামুক্ত থাকুন এবং সমাজ থেকে নেশার প্রভাব দূর করতে এগিয়ে আসুন। আজকের দৌড় প্রমাণ করল, যুব সমাজ এগিয়ে আসতে চাইছে।”
advertisement
আরও পড়ুন: রেইনকোট পরে ২ জন ঢুকে এল জিমে, পরপর গুলি…খাস কলকাতার জিমে শ্যুটআউট! মহালয়ার দিনেই বড় কাণ্ড
advertisement
সুকান্ত বলেছেন, এই ম্যারাথনের মূল উদ্দেশ্য নেশামুক্ত ভারত। আমাদের দেশে বিশ্বের অন্যতম যুব জনসংখ্যা রয়েছে এবং এই জনসংখ্যা যাতে আসক্তির কবলে না পড়ে, সেজন্য এই দৌড়ের আয়োজন করা হয়েছে। কলকাতার হাজার হাজার মানুষ এতে অংশ নিয়েছেন। আমি যুবকদের সমাজ থেকে আসক্তি নির্মূল করার আহ্বান জানাই। নেশা মুক্ত ভারতবর্ষ গড়ার সংকল্প নিয়ে উত্তর কলকাতায় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি পর্যন্ত নমো যুবা দৌড়ে অংশগ্রহণ করেন সুকান্ত। তাতে অংশ নেন রাহুল সিনহাও।
advertisement
নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ পালন করে বিজেপি। তার একটি অংশ হিসেবে এই ‘অরাজনৈতিক’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে শুরু হয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত যাবেন ম্যারাথনে অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রীর নামে এই ম্যারাথনে যোগ দিয়েছেন বিজেপির একাধিক বিধায়ক ও নেতারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 7:57 PM IST