Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে সন্ত্রাস, হিংসা! রাজ্যে এবার তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে বিজেপি
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
Panchayat Election 2023: দলে রয়েছেন বিজেপির চার সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা।
কলকাতা: পঞ্চায়েত ভোটে বাংলায় সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে তথ্যানুসন্ধান (Fact Finding) দল পাঠাচ্ছে বিজেপি। দলে রয়েছেন বিজেপির চার সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা। এলাকা পরিদর্শন করে দ্রুত দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের দিনেই মৃত্যু হল ১৫ জনের৷ তার মধ্যে শুধু মাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রাণ গেল ৫ জনের৷ উত্তর থেকে দক্ষিণ, শনিবার রাজ্যের একাধিক জেলায় ঘটেছে প্রাণহানির ঘটনা৷ রাজ্য নির্বাচন কমিশনার অবশ্য দাবি করেছেন, ভোটের হিংসায় শনিবার মাত্র তিন জনের মৃত্যু হয়েছে৷ যদিও নির্বাচন কমিশনের এই দাবি উড়িয়ে দিয়েছে বিরোধীরা৷ প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পর রাজ্যে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতেও বিজেপি তথ্যানুসন্ধানী দল পাঠিয়েছিল বঙ্গে। বিজেপির ওই তথ্যানুসন্ধানী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলার বর্তমান সি ভি আনন্দ বোস।
advertisement
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 10, 2023 8:54 PM IST










