BJP Fact Finding Committee: কোথায় অশান্তি, কেন এত হিংসা? ভোট গণনা মিটলেই রাজ্যে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
BJP Fact Finding Committee: ২০২১ সালের বিধানসভা ভোটের পর রাজ্যে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতেও বিজেপি তথ্যানুসন্ধানী দল পাঠিয়েছিল বঙ্গে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় চূড়ান্ত হল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সফরসূচি। বুধবার রাজ্যে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যেরা। বিজেপির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল রাজ্যে আসছে। বিজেপি সূত্রের খবর, আগামিকাল কলকাতায় পৌঁছেই রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে প্রথমে পর্যায়ে তাঁরা একটি বৈঠক করবেন। পঞ্চায়েত ভোটের দিন কোথায় কোথায় অশান্তি, কী ধরনের গন্ডগোল এমন একাধিক বিষয়ে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা রাজ্য বিজেপি নেতৃত্বের কাছ থেকে খোঁজখবর নেবেন।
এরপরই মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা, নিহতদের পরিবার ও আক্রান্তদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিযুক্ত ৪ সদস্যের প্রতিনিধি দলের শীর্ষে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ। কমিটির বাকি তিন সদস্য হলেন যথাক্রমে মুম্বাই পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তথা সাংসদ সত্যপাল সিং, সাংসদ রাজদীপ রায় ও বিজেপির জাতীয় সহ সভাপতি তথা সাংসদ রেখা ভার্মা।
advertisement
advertisement
রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শন করার পর রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গেও বৈঠক করতে পারেন কেন্দ্রীয় অনুসন্ধানকারী দলের সদস্যেরা। চলতি সপ্তাহের শেষেই জেপি নাড্ডার কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে এই কমিটি। বলাবাহুল্য, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই শাসক দলকে নিশানা করে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল বঙ্গ বিজেপি। ভোটের দিন পরিকল্পিত গণহত্যার মারাত্মক অভিযোগও তোলে গেরুয়া শিবির। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপি নেতাদের ফোন করে পরিস্থিতির খোঁজখবর নেন। গত বিধানসভা নির্বাচনের পরপরই রাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর পর এবার পঞ্চায়েত ভোটেও সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে ভোটগণনা মিটতেই রাজ্যে আসছে বিজেপির তথ্যানুসন্ধানকারী কমিটি।
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পর রাজ্যে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতেও বিজেপি তথ্যানুসন্ধানী দল পাঠিয়েছিল বঙ্গে। বিজেপির ওই তথ্যানুসন্ধানী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলার বর্তমান সি ভি আনন্দ বোস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 8:25 AM IST