রাজ্যসভা নির্বাচনের স্ক্রুটিনি শেষ, মনোনয়ন প্রত্যাহার এদিনও করলেন না বিজেপির ‘ডামি’ প্রার্থী

Last Updated:

তবে মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখনও সময় আছে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

বিজেপির ডামি প্রার্থী এদিনও মনোনয়ন প্রত্যাহার করে নেননি
বিজেপির ডামি প্রার্থী এদিনও মনোনয়ন প্রত্যাহার করে নেননি
আবীর ঘোষাল, কলকাতা: রাজ্যসভা নির্বাচনের স্ক্রুটিনি শেষ। যদিও বিজেপির ডামি প্রার্থী এদিনও মনোনয়ন প্রত্যাহার করে নেননি ৷ তবে মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখনও সময় আছে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
এদিন স্ক্রুটিনির শেষে সাকেত গোখলে জয়ী (উপনির্বাচন) হয়েছেন, বিজেপির ডামি প্রার্থী অবশ্য বাকি ছয় আসনের জন্য আছে। তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিলে বাকিদের জয় হয়ে যাবে ৷ প্রত্যাহারের শেষ দিন ১৭ তারিখ।
বাংলা রাজ্যসভা নির্বাচনের ডামি প্রার্থী দিয়েছে বিজেপি। মনোনয়ন জমা দেন রাজ্য বিজেপির-সহ সভাপতি রথীন্দ্র বসু। তিনিও উত্তরবঙ্গের ভূমিপুত্র। তাঁকেই ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে বিজেপি।
advertisement
advertisement
বৃহস্পতিবার বিধানসভায় বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। কিন্তু তা সত্ত্বেও অতিরিক্ত এক জন প্রার্থীর মনোনয়ন দিয়েছে বিজেপি।
আগামী ১৭ জুলাই রাজ্যসভার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সে দিন রথীন্দ্র নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলে আর ভোটাভুটি হবে না। বিধানসভা সূত্রে খবর, যদি বিজেপির ডামি প্রার্থী মনোনয়ন না তোলেন, তা হলে ভোট হতে পারে। তবে ১৭ তারিখ মনোনয়ন প্রত্যাহার করে নিলে আর ভোট হবে না।
advertisement
আজ, ১৪ তারিখ মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন। বিজেপির ডামি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আজই ৬ জন প্রার্থীদের জয়ের শংসাপত্র তুলে দেওয়া হত। অতিরিক্ত যে একটি আসনে উপনির্বাচন হচ্ছে, সে দিন ওই প্রার্থীকেও জয়ের শংসাপত্র তুলে দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যসভা নির্বাচনের স্ক্রুটিনি শেষ, মনোনয়ন প্রত্যাহার এদিনও করলেন না বিজেপির ‘ডামি’ প্রার্থী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement