BJP Bengal on Petrol Diesel Price: পেট্রোপণ্যে এবার পাল্টা পথে BJP, অনুমতি-হীন কর্মসূচিতে আজ কি রুদ্ধ হবে কলকাতা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
BJP Bengal on Petrol Diesel Price: পেট্রোপণ্যের ভ্যাট না কমানোর প্রতিবাদে বিজেপির সোমবারের কর্মসূচিতে পুলিশের সায় না থাকলেও বিজেপি সূত্রে খবর, অনুমতি না পেলেও পথে তারা নামবেনই।
#কলকাতা: কেন্দ্রীয় সরকার শুল্ক কমানোর পরই, পেট্রোপণ্যে (Petrol Diesel Price) রাজ্যের ভ্যাট কমানোর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে BJP। সেই সূত্রে সোমবার থেকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। কিন্তু করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে এখনও কর্মসূচিতে অনুমতি দেয়নি। যদিও নিজেদের কর্মসূচি পালনে অনড় রয়েছেন এ রাজ্যের গেরুয়া নেতারা। স্বাভাবিক কারণেই এবার ফের লালবাজারের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছে বিজেপি নেতাদের (BJP Bengal on Petrol Diesel Price)। তাই বিজেপির সোমবারের কর্মসূচিতে পুলিশের সায় না থাকলেও বিজেপি সূত্রে খবর, অনুমতি না পেলেও পথে তারা নামবেনই।
লাগাতার বিরোধীদের দাবির পর জ্বালানিতে শুল্কহ্রাস করেছে কেন্দ্র। সেই পথে হেঁটে বিজেপি শাসিত রাজ্যগুলিও তাঁদের প্রাপ্ত ট্যাক্স কমিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সহ বিজেপি বিরোধী রাজ্যগুলি এখনও ভ্যাট কমায়নি। কেন্দ্র শুল্কে ছাড় দিলেও এখনও কেন ভ্যাট কমায়নি রাজ্য? সে প্রশ্ন তুলেই সোমবার কলকাতায় বিক্ষোভ দেখাবে বিজেপি। সূত্রের খবর, রাজ্য বিজেপি অফিস থেকে শুরু হবে প্রতিবাদ মিছিল। সেই মিছিলে থাকার কথা বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ৯-১২ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিজেপির।
advertisement
advertisement
গেরুয়া শিবির সূত্রে খবর, রবিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশের লালবাজারের কাছ থেকে বিজেপির কাছে কোনও অনুমতি আসেনি। এর আগেও বিজেপির একাধিক মিটিং-মিছিলকে করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এবার অবশ্য নাছোড় বিজেপি।
advertisement
বিজেপি সূত্রে খবর, সোমবার থেকে পথে তারা নামবেই। তাই মিছিল হবেই। তবে রাজ্য অফিস থেকে কী ভাবে সেই মিছিল বের হবে, পুলিশ আদৌ এগোতে দেবে কি না সে প্রশ্ন ভাবাচ্ছে গেরুয়া নেতাদের। মূলত এ ধরনের ঘটনার ক্ষেত্রে যা অতীতে দেখা গিয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপরেই বসে পড়েছেন। এদিনও তেমনই ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে অনেকের। সেই কারণেই সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে উত্তপ্ত হয়ে উঠতে পারে শহর কলকাতা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ থেকে বেশ কয়েকজন প্রথম সারির নেতা আজকের কর্মসূচিতে থাকতে পারেন। থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2021 8:17 AM IST