Birbaha Hasda: 'আদিবাসীদের সম্মান করার কথা বলেন, এখন সেই সম্মান কোথায় গেল?' ভাইরাল ভিডিও নিয়ে ধিক্কার বীরবাহার

Last Updated:

মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণের জন্য বিজেপির কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী বীরবাহা হাঁসদা৷

বীরবাহার সঙ্গে যা ঘটল, সাবধান
বীরবাহার সঙ্গে যা ঘটল, সাবধান
‘আদিবাসীবিরোধী প্রবণতার জন্য বিজেপিকে প্রত্যাখ্যান করুন’, মধ্যপ্রদেশে আদিবাসী ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণের জন্য বিজেপির কড়া সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী বীরবাহা হাঁসদা৷
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে।  বিজেপিশাসিত মধ্যপ্রদেশে এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, একজন বিজেপি নেতা একজন আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করেছেন এবং সেই ঘটনার ভিডিও রেকর্ডিংও করেছেন। সেই ঘটনার প্রেক্ষিতেই মন্ত্রীর এই আবেদন। ঘটনার জেরে বিজেপির তীব্র সমালোচনাও করেছেন তিনি।
advertisement
advertisement
বীরবাহা হাঁসদা বলেন, “এমন বিজেপি নেতাদের আমি তীব্র ধিক্কার জানাই। ওঁরা কথায় কথায় আদিবাসীদের সম্মান করার কথা বলেন। এখন সেই সম্মান কোথায় গেল? একজন আদিবাসী ব্যক্তির গায়ে ওঁরা প্রস্রাব করলেন কীভাবে? এর আগে আমরা বাংলায় দেখেছিলাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, দেবনাথ হাঁসদা এবং আমার নাকি তাঁর পায়ের নীচে থাকা উচিত এবং তারপরও বিজেপি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি।”
advertisement
ঝাড়গ্রামের বিধায়ক বলেন, “আমাদের মাননীয়া রাষ্ট্রপতি আদিবাসী সমাজের প্রতিনিধি। নতুন সংসদ ভবন উদ্বোধন করার সময় তাঁকে তা জানানো পর্যন্ত হয়নি। এই কারণেই আমি আমার আদিবাসী ভাই-বোনদের বলছি, এইসব ঘটনাগুলি থেকে বিজেপিকে বোঝার চেষ্টা করুন। বিজেপি আদিবাসীদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবেই গণ্য করে। ওরা মিথ্যেবাদী এবং আদিবাসী সমাজের কথা ভাবে না। আদিবাসী সমাজের একজন প্রতিনিধি হিসাবে আমি বিজেপিকে প্রত্যাখ্যানের আবেদন জানাচ্ছি।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Birbaha Hasda: 'আদিবাসীদের সম্মান করার কথা বলেন, এখন সেই সম্মান কোথায় গেল?' ভাইরাল ভিডিও নিয়ে ধিক্কার বীরবাহার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement