Alia Bhatt-Khela Hobe: ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র ট্রেলার রিলিজ, আলিয়ার মুখে ‘খেলা হবে’ শুনে যা বললেন দেবাংশু !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গোটা বিষয়টা নিয়ে উচ্ছ্বসিত দেবাংশু ভট্টাচার্য। নিউজ18 বাংলাকে তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত গর্বের আমার কাছে ৷’’
কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ রিলিজ হল করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানির’ ট্রেলার। ট্রেলার নিয়ে ফ্যানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও তিন মিনিটের ট্রেলারে শোনা গেল পশ্চিমবঙ্গের বিশেষ স্লোগানও। আলিয়া বলছেন ‘খেলা হবে…!’
যথারীতি, এ কথা শুনে বেশ অবাক হয়েছেন বাঙালিরা। এদিকে, আলিয়ার বাবা মায়ের চরিত্রে রয়েছেন দুই বাঙালি অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। ট্রেলারে রবি ঠাকুরকেও বাদ দেননি করণ জোহর। রয়েছে দুর্গাপুজোর দৃশ্যও।
Presenting the trailer of #RockyAurRaniKiiPremKahaani – a saga of grand love between two different families!💜
A film by Karan Johar in his 25th anniversary year – at PVR on 28th July.#RRKPK @aapkadharam #JayaBachchan @azmishabana @aliaa08 @RanveerOfficial #KaranJohar… pic.twitter.com/SmBLUbCICe
— P V R C i n e m a s (@_PVRCinemas) July 4, 2023
advertisement
advertisement
গোটা বিষয় নিয়ে উচ্ছ্বসিত দেবাংশু ভট্টাচার্য। নিউজ18 বাংলাকে তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত গর্বের আমার কাছে ৷ ক্রিয়েটর হিসাবে আমার ভাল লাগছে। এর আগে কোনও রাজনৈতিক স্লোগান, দেশের রাজনীতির বৃত্তের বাইরে গিয়ে অন্য ক্ষেত্রেও অবাধ বিচরণ করেছে এমনটা ইতিহাস ঘেঁটে পাওয়া যাচ্ছে না ৷ আর এই সিনেমায় একটি বাঙালি পরিবারকেও দেখানো হচ্ছে। বাংলা মানে যেমন দুর্গাপুজো, ফুটবল, ইলিশ-চিংড়ি৷ তেমনি বাংলা মানে এবার ‘খেলা হবে’-র প্রকাশ আমাকে খুশি করেছে৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 3:46 PM IST