Biman Banerjee: ‘এটা চলতে পারে না..’, কড়া ধমক স্পিকার বিমানে বন্দ্যোপাধ্যায়ের, কাদের আচরণে ক্ষুব্ধ?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এদিন, বিধানসভার অধিবেশন চলাকালীন এই ঘোষণা করেন রাজ্যে মন্ত্রী৷ পুলক জানান, এবার থেকে সারা রাজ্যের যে কোনও প্রান্তে পূর্ত দফতরের কোনও রাস্তা কোথাও খারাপ থাকলে এই নম্বরে অভিযোগ করা যাবে। নম্বরটি হল ৯০৮৮৮২২১১১৷
কলকাতা: চলছে অধিবেশন৷ অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে প্রশ্নও জমা দিয়েছেন বিধায়কেরা৷ কিন্তু, প্রশ্ন জমা দিয়েও অনুপস্থিত তাঁদের একাংশ৷ এর মধ্যে রয়েছেন শাসকদলের বিধায়কেরাও। এই ঘটনা ঘিরে আরও একবার ক্ষোভপ্রকাশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
স্পিকার এদিন বলেন, “আমাকে বিধানসভা চালাতে হয়। মন্ত্রীরা প্রস্তুত হয়ে আসবেন। আর প্রশ্নকর্তা আসবেন না। এটা চলতে পারে না। এরকম করলে দুই-তিনদিন প্রশ্ন নেওয়া হবে না।”
এদিন, বিধানসভার অধিবেশন চলাকালীন এই ঘোষণা করেন রাজ্যে মন্ত্রী৷ পুলক জানান, এবার থেকে সারা রাজ্যের যে কোনও প্রান্তে পূর্ত দফতরের কোনও রাস্তা কোথাও খারাপ থাকলে এই নম্বরে অভিযোগ করা যাবে। নম্বরটি হল ৯০৮৮৮২২১১১৷
advertisement
advertisement
আরও পড়ুন: হাজার হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি! অভিষেকের প্রশ্নে সামনে এল ভয়ানক তথ্য..জানাল অর্থমন্ত্রক
একই ভাবে, জনস্বাস্থ্য কারিগরি দফতরেও অনুরূপ হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে বলে জানান তিনি। পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোনও অভিযোগ থাকলে এই নম্বরে জানানো যাবে সমস্যা। নম্বরদুটি হল, ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬৷
হোয়াটস অ্যাপ নম্বর সামনে আনার পাশাপাশি এদিন জলের প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছেন না বলেও অভিযোগ জানান পুলক রায়৷ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, জল প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। ৭৫ লক্ষ বাড়িতে রাজ্য জল দিয়েছে। তার রক্ষণাবেক্ষণ করছে রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্য ৫০% আনুপাতিক হারে টাকা দেওয়ার কথা থাকলেও কেন্দ্র তা দিচ্ছে না। বর্তমানে রাজ্যের খরচ হচ্ছে ৭৫%৷
advertisement
আরও পড়ুন: লাগাতার ধর্ষণ..মারধর! গরম ডাল ঢেলে পুড়িয়ে দেওয়া হল শরীর..দিল্লিতে নারকীয় নির্যাতনের শিকার দার্জিলিঙের তরুণী
মন্ত্রীর এই মন্তব্যের পরেই বিজেপির বিধায়ক অশোক লাহিড়ীর টিপ্পনী, রাজ্যের স্বপ্নের প্রকল্প হলে, সেখানে রাজ্যেরই ১০০% খরচ করা উচিত। উত্তরে পুলক রায় বলেন, ‘‘আমরা জল নিয়ে রাজনীতি চাই না।’’
অশোক লাহিড়ী কটাক্ষ করলেও সরকার পক্ষের মন্ত্রীকে এদিন ধন্যবাদ জানান বিজেপির আরেক বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। জানান,প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করে কাজ হয়েছে। এরপরেই শাসকদলের বিধায়কেরা তুমুল টেবিল চাপড়ান। বলে ওঠেন, ‘‘ জোরে জোরে প্রচার করুন শাসক দল কাজ করে, শাসক দলের বিধায়কদের কথা।’’
advertisement
এদিন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে কটাক্ষ করতে শোনা যায় বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধেও। বলেন, ‘‘প্রশ্ন করার জন্য প্রশ্ন নয়, কাজ করার জন্য প্রশ্ন করুন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 07, 2024 12:55 PM IST