Bilkis Bano: বিলকিস বানো ইস্যুতে ময়দানে তৃণমূল, বাড়ি বাড়ি প্রচারের সিদ্ধান্ত
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Bilkis Bano: সব ঘটনাকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার ও প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত তৃণমূলের
বিলকিস বানো ইস্যুতে এবার ময়দানে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে ময়দানে নামছে তৃণমূল। ঘাসফুলের অভিযোগ, বিজেপি নারী বিদ্বেষী, মহিলাদের সম্মান করে না। উত্তরপ্রদেশ গণধর্ষণ কান্ডেও বিজেপির আইটি সেলের সদস্যরা যুক্ত বলে দাবি। এই সব ঘটনাকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার ও প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত তৃণমূলের।
advertisement
চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আমরা পাশে আছি নির্যাতিতা দের।আপনারা দেখেছেন বিলকিস বানুর ঘটনা। যেখানে বেটি বাঁচাও বলে নানান প্রোগ্রাম করেন তারা আসলে কি দোষী বাঁচাও বলতে চাইছেন। বোঝা যায় মহিলাদের নির্যাতন করলে নিরব থেকে বিজেপি উত্তর প্রদেশের ঘটনা আবার প্রমাণ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রাম বলে দেবে তিনি নির্যাতিতা মেয়েদের পাশে থেকেছেন।
advertisement
প্রসঙ্গত, বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডের মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছে গুজরাত সরকার। বিলকিস বানো গণধর্ষণকাণ্ডে ১১ জন সাজাপ্রাপ্তকে মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত গুজরাত সরকার নিয়েছিল, সেই সিদ্ধান্তকে খারিজ করে দিল শীর্ষ আদালত। অবিলম্বে ওই ১১ জনকে জেলে ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।৷ দু সপ্তাহের মধ্যে প্রত্যেককে আত্মসমর্পণ করতে বলা নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2024 5:32 PM IST










