C V Anand Bose: নবান্ন-রাজভবন সংঘাতের নতুন মোড়! রাজ্যপালকে কড়া চিঠি রাজ্যের...
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
এর আগে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকার সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট।
কলকাতা: নবান্ন-রাজভবন সংঘাতে এবার নয়া মোড়। রাজ্য – রাজ্যপাল সংঘাত আবহে এবার রাজ্যপালকে কড়া চিঠি রাজ্যের । ৮ দফা পয়েন্টের উল্লেখ করা হয়েছে চিঠিতে।
রাজ্য সরকার এর তরফে পাঠানো চিঠিতে উল্লেখ,
অকারণে উচ্চশিক্ষা দফতর সম্পর্কে বিরক্তিকর শব্দ লেখা হচ্ছে।
advertisement
রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসন ও ম্যানেজমেন্টে একাধিক কর্তব্য রয়েছে।
সংবিধান বলছে উপাচার্যকে নিয়োগ করার জন্য তা রাজ্য সরকারের রয়েছে।
পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের কথাও মনে করিয়েছে রাজ্য
২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেই কথাও মনে করাল রাজ্য।
advertisement
রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সহযোগিতা রাজ্যের থেকেই পায় উচ্চশিক্ষা দফতরের ক্ষমতা রয়েছে যে কোনও নির্দেশ দেওয়ার।
আচার্যের দফতরের কোনও ক্ষমতা নেই নতুন করে আইন বা স্ট্যাটুট গঠন করার। আচার্য পদ শুধুমাত্র সাংবিধানিক পদ।
বিশ্ববিদ্যালয়গুলিকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির প্রেক্ষিতে রাজ্যপাল তার ক্ষমতা মনে করিয়ে ফের বিশ্ববিদ্যালয় গুলিকে জানিয়ে দিক।
advertisement
প্রসঙ্গত, এর আগে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকার সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। এবার আট দফা চিঠিতে নিজেদের বক্তব্য়ই তুলে ধরেছে রাজ্য় সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2024 11:57 AM IST










