Kolkata Police: একই কায়দায় পরপর চুরি! কলকাতায় বাইক তুলে নিয়ে পালানো চোর পাকড়াও হল ‘এখানে’
- Written by:SUSOBHAN BHATTACHARYA
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Kolkata Police: কলকাতা থেকে বহরমপুরে পৌছাতেই উদ্ধার হল বাইক, গ্রেফতার অভিযুক্ত
#কলকাতা: বাইক চুরির অভিযোগ করতেই নড়েচড়ে বসল শেক্সপিয়ার সরণী থানা, একই ধরনের অভিযোগ পেতেই কলকাতা থেকে জেলায় যান তদন্তকারী অফিসার। কুড়ি বছরের বিশাল শ থানায় এসে অভিযোগ জানায় নভেম্বর মাসের আট তারিখ। জানান, গত ৮ নভেম্বর সকাল ৭.১০ থেকে ৭.৪৫-এর মধ্যে জওহরলাল নেহরু রোডের এলিয়ট পার্কের সামনে থেকে চুরি গেছে তাঁর বাইক।
সকালে পুলিশ ও স্থানীয়দের নজর এড়িয়ে চুরির ঘটনা যথেষ্ট চিন্তায় ফেলে দেয় পুলিশকে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারীরা, শনাক্ত করে সিসি ক্যামেরা। তারপর ওই রোডের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ শুরু করে শেক্সপিয়ার সরণী থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিশ্লেষণ করে স্পষ্ট বোঝা যায় এই ধরনের চুরি আগেও ঘটেছে।
advertisement
আরও পড়ুন - Weather Update: সমুদ্রের উথালপাথাল, হুহু করে বইছে হাওয়া, তুমুল বৃষ্টি জারি, কলকাতার ওয়েদার আপডেট
advertisement
চুরির ধরণ পুরোপুরি একইভাবে মিলে যাওয়ায় তদন্তকারী অফিসারের বুঝতে অসুবিধা হয়নি কার দ্বারা এই কাজ সম্ভব হচ্ছে। এক বছরের কিছু সময় আগে একইভাবে একই জায়গা থেকে চুরি হয়, এমনকি সেইবার পুলিশের নজর এড়িয়ে মালদহ থেকে নিখোঁজ হয়ে যায় অভিযুক্ত। পুরানো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শেক্সপিয়ার সরণী থানার তদন্তকারী অফিসার বিভিন্ন জেলার নানান সূত্র মারফত খোঁজ লাগাতে শুরু করে, এমনকি জেলার বিভিন্ন চেকপোস্টেও এই বাইক চুরির খবর দেওয়া হয় এবং বাইকের নম্বর পৌঁছে যায় চেকপোস্টগুলোতে।
advertisement
নদিয়ার নাকাশিপাড়া ও বহরমপুরের শিবপুর এলাকায় বিশেষ নজরদারি চালানো হয় পুরানো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে। চুরি যাওয়া বাইকের সন্ধান পেতেই শেক্সপিয়ার সরণী থানার তদন্তকারী অফিসার পৌঁছে যায় প্রায় তিনশো যায় বহরমপুরের শিবপুরের টোল প্লাজায়। সেখানে মেলে বিশালের চুরি যাওয়া বাইকের সন্ধান, অভিযোগ দায়ের করার প্রায় চব্বিশ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় অভিযুক্ত, উদ্ধার করা হয় বাইকটিও। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত, এই ধরনের আরও বেশ কিছু চুরির ঘটনায় সে জড়িত কিনা তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ।
advertisement
Susovan Bhattacharjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 13, 2022 10:00 AM IST








