Bikash Ranjan Bhattacharya: 'আরও আগেই হওয়া উচিত ছিল', নিয়োগ দুর্নীতিতে 'কল্যাণময়ের গ্রেফতারিতে বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bikash Ranjan Bhattacharya: ছ'ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। আজ তাঁর শারীরিক পরীক্ষা করা হয় এসএসকেএম হাসপাতালে। আগামিকালই আদালতে তোলা হবে তাঁকে।
#কলকাতা : নিয়োগ দুর্নীতি তদন্তে গ্রেফতার হলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এই গ্রেফতারি আরও আগেই হওয়া উচিত ছিল।"
এদিন ছ'ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। আজ তাঁর শারীরিক পরীক্ষা করা হয় এসএসকেএম হাসপাতালে। আগামিকালই আদালতে তোলা হবে তাঁকে। গতকাল নোটিশ দেওয়ার পরে আজ টানা জিজ্ঞাসাবাদ করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এদিন সিবিআই দফতরে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয় তাঁকে।
advertisement
advertisement
যদিও সিবিআই সূত্রে দাবি তিনি সেইসব জরুরি নথি প্রকাশ করতে পারেননি। বয়ানেও ছিল বেশ কিছু অসঙ্গতি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
September 15, 2022 7:11 PM IST