'তৃণমূল বিপদে পড়লেই আমাকে স্মরণ করে', নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম রায়ের পর মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যের
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
SSC Recruitment Scam: সুপ্রিম কোর্টেও বাছাই করা গেল না যোগ্য-অযোগ্য। বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত। রায়ের পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
সুপ্রিম কোর্টেও বাছাই করা গেল না যোগ্য-অযোগ্য। বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত। ২০১৬ সালের এসএসসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পুরো প্য়ানেল বাতিল করল ডিভিশন বেঞ্চ। চাকরি বাতিল হল ২৫ হাজার ৩২৭ জনের। শীর্ষ আদালতের রায়ের পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এসএসসি নিয়োগ প্রক্রিয়ার মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্যও।
সুপ্রিম রায়ের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি অবাক হয়ে যাই। এখেনা কেসটা করেছিলেন কে? বিকাশবাবু। তিনি তো পৃথিবীর বৃহত্তম আইনজীবী। তিনি কেন এখনও নোবেল প্রাইজ পাচ্ছেন না জানি না। পাওয়া উচিত। ভাবছি আমি তার জন্য ভাবছি রেকমেনডেশন পাঠাব।” একইসঙ্গে মানবিকভাবে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ করেছেন বিজেপি ও সিপিআইএমকেও।
advertisement
এর জবাবে আইনজীবি তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “ওরা লক্ষ্যভ্রষ্ট। দুর্নীতি করেছে রাজ্য সরকার। ওরা বোকার মত আমাকে দায়ী করছে। ই রায়ে এটা স্পষ্ট হয়েছে যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তারা আসলে চাকরি পাওয়ার যোগ্যই নন। দুর্নীতি করে বা বেআইনিভাবে চাকরি পেলে টাকা তো ফেরাতেই হবে। আর লোকে বিপদে পড়লে ভগবানের স্মরণ নেয়, আর তৃণমূল ও মমতা বিপদে পড়লে সিপিআইএম ও বিকাশের স্মরণ নেয়।”
advertisement
advertisement
বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বলেছেন, “গোটা প্রচেষ্টাটাই ছিল দুর্নীতিমূলক। যারা যোগ্য তারাও নিজেদের অজান্তেই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। সাংবিধানিক স্বচ্ছতা না থাকলে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা অসম্ভব। নতুন করে নিয়োগ প্রক্রিয়া হোক এবং তাতে দুর্নীতি যেন না হয় সেটা দেখা উচিত। যাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আসেনি তাদের টাকা ফেরাতে হবে না, তবে বাকিদের টাকা ফেরাতে হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 7:00 PM IST