Bihar Voters List: বিহারের ভোটার তালিকায় রাতারাতি কারসাজি! ২৪ ঘণ্টায় সংখ্যা বদলাল ৯০ হাজার! SIR নিয়ে বড় অভিযোগ তৃণমূলের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Bihar Voters List: বিহারের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বৃহস্পতিবারও সরব তৃণমূল।
কলকাতা: বিহারের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বৃহস্পতিবারও সরব তৃণমূল। ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির পাশাপাশি ভোটার তালিকায় SIR নিয়ে বড় অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। ভোটার তালিকা থেকে ভোটারদের নাম ছেঁটে ফেলা এবং সংখ্যাগত কারসাজির অভিযোগ তুলেছে তৃণমূল। ভোটার তালিকায় ভয়াবহ অসংগতির অভিযোগ তুলেছে তৃণমূল। বিহারে ভোটার তালিকায় SIR চলাকালীন দু’টি গুরুতর বিষয়ের উল্লেখ্য করেছে শাসক দল।
প্রথম, ২২ জুলাই, ‘খোঁজ মেলেনি’ এমন ভোটারের ছিল ১১,৪৮৪ জন। কিন্তু ২৩ জুলাই, মাত্র একদিনে সেই সংখ্যাটা আচমকাই বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ!
দ্বিতীয়, যখন ভোটার কভারেজ ছিল ৮৮.১৮%, তখন বাতিলের জন্য চিহ্নিত ভোটারের সংখ্যা ছিল ৩৫ লক্ষ। এখন কভারেজ বেড়ে ৯৮.০১%, কিন্তু সংখ্যাটা অদ্ভুতভাবে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লক্ষ! অর্থাৎ, নতুন করে সমীক্ষা করা ৭৭.৬২ লক্ষ ভোটারের মধ্যে ২১ লক্ষ ভোটারকে বাতিলের জন্য চিহ্নিত করা হয়েছে।
advertisement
advertisement
এই দুই তথ্যের উল্লেখ্য করে তৃণমূলের প্রশ্ন
কারা এই ভোটার, যাঁদের তালিকা থেকে ছেঁটে ফেলা হচ্ছে?
এই সংখ্যাগত কারসাজি রাতারাতি ঘটল কীভাবে?
এটা কি চুপিসারে ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র?
advertisement
জাতীয় নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে এখনই স্বচ্ছতার সঙ্গে সরকারি ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল। যখন চুপিসারে গণতন্ত্রের ভিত ধ্বংস করার চেষ্টা চলছে, তখন চুপ করে থাকা কোনও বিকল্প নয়, জানিয়েছে রাজ্যের শাসক দল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 4:07 PM IST