Kolkata News|| মূষিককুলের দৌরাত্বে নাজেহাল! কলকাতা পুরসভার অধিবেশনে পদক্ষেপের প্রস্তাব

Last Updated:

KMC Session Proposal: উত্তর কলকাতার বড় বাজার, শিয়ালদহ, বৌবাজার, বিধান সরণি হেদুয়া, হাতিবাগান, মানিকতলা, উল্টোডাঙ্গার ডালপট্টি ও মুচিবাজার, পোস্তা, জোড়াবাগান এলাকায় ইঁদুরের উপদ্রব বেশি।

সংগৃহীত ছবি।
সংগৃহীত ছবি।
#কলকাতা: শহরে ইঁদুরের রাজত্ব ধ্বংস করতে নতুন পদক্ষেপের নেওয়ার প্রস্তাব দিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর বিশ্বরূপ দে। রাস্তায় ধস থেকে শুরু করে বড় বড় সেতুর কাঠামো নাড়িয়ে দিয়ে পুরসভাকে বিপদে ফেলেছে ইঁদুরকুল। বিশেষ করে উত্তর কলকাতার বড় বাজার, শিয়ালদহ, বৌবাজার, বিধান সরণি হেদুয়া, হাতিবাগান, মানিকতলা, উল্টোডাঙ্গার ডালপট্টি ও মুচিবাজার, পোস্তা, জোড়াবাগান এলাকায় ইঁদুরের উপদ্রব বেশি। তাই অবিলম্বে তাদের তাড়ানোর ব্যবস্থা করা হোক। শুক্রবার ছিল কলকাতা পুরসভার অষ্টম বোর্ডের দ্বিতীয় অধিবেশন। সেখানেই বিশ্বরূপ দে এই প্রস্তাব রাখেন। তিনি বলেন, মুম্বই পুরসভা যেভাবে ইঁদুরকুলকে বিনাশের পথে হেঁটেছে, সেই পথ অনুসরণ করতে পারে কলকাতা পুরসভা।
বিশ্বরূপ দে'র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মেয়র পারিষদ অতীন ঘোষ বলেন, 'পুরসভার স্বাস্থ্য দফতরের তরফে সচেতনতা বাড়ানো হবে এই মর্মে। পাশাপাশি, যত্রতত্র খাবার ফেলা বন্ধ করতে হবে। ইঁদুরের গর্ত দেখলে তা বোজাতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের উদ্যোগে।'
আরও পড়ুন: কলকাতা ট্রাফিক পুলিশের ন্যূনতম জরিমানা বাড়ল ৫ গুণ, কী প্রতিক্রিয়া শহরের বিভিন্ন মহলে?
তবে এ বারে নতুন নয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুরসভার কাছে ইঁদুর হটানোর অনুরোধও এসেছে আগেও। কিন্তু পুরসভা তেমন কিছু করে উঠতে পারেনি। অতীন ঘোষ জানিয়েছেন, 'কলকাতা পুরসভায় ইঁদুর নিধনের পরিকাঠামো নেই। মুম্বই পুরসভা শহর থেকে ইঁদুর সরানোর পরিকাঠামো তৈরি করেছে। তাই তাদের চিঠি পাঠিয়েছি। এখনও উত্তর পাইনি।' তিনি আরও বলেন, সংক্রমণ না ছড়িয়ে কীভাবে ইঁদুরের উপদ্রব বন্ধ করা যায়, সে ব্যাপারেও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।'
advertisement
advertisement
Biswajit Saha
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News|| মূষিককুলের দৌরাত্বে নাজেহাল! কলকাতা পুরসভার অধিবেশনে পদক্ষেপের প্রস্তাব
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement