*বাস সংগঠনগুলির দাবি, ৫০০ টাকা করে যদি ন্যূনতম ফাইন দিতে হয়। তাহলে তাদের পক্ষে আর বাস চালানো সম্ভব নয়। তারা জানান, নির্দিষ্ট বাস স্টপেজের পরিবর্তে মাঝে মাঝে রাস্তা থেকেও প্যাসেঞ্জার তুলতে হয় কিংবা নামাতে হয়। সে ক্ষেত্রে এ বার থেকে অনেক বড় সমস্যায় পড়বে বাস মালিকরা। তারপর গাড়ি একটু বেশি জোরে দৌড়লে কিংবা আরও নানা কারণে ট্রাফিক ফাইন গুনতে হয়। প্রতিদিন যদি ১০০ টাকার বদলে ৫০০ টাকা দিতে হয়, তাহলে আর্থিক দিক থেকে ধাক্কা খাবে বাস কিংবা ট্যাক্সির মালিকেরা।
*সারাদিন তারা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলান। সেক্ষেত্রে, এই ফাইন নেওয়াটা অনেকটা মুশকিল। তার ওপরে গাড়ি ধরলেই নেতা, ওপর ওয়ালাদের রেফারেন্সে গাড়ি ছেড়ে দেওয়া। তারপরে যারা থাকেন, সেই গাড়িগুলোর ওপর চাপ অনেকটা বেশি পড়ে। মোটের ওপর কলকাতা পুলিশ এলাকায় ঢুকলে একটু এদিক-ওদিক হলেই বড় ধরনের আর্থিক আঘাত পড়তে পারে আপনাদের পকেটে।