পুজোয় যানজট এড়াতে বড় সিদ্ধান্ত! জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতি নিয়ে যা পরামর্শ দিল নবান্ন...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
২৬ সেপ্টেম্বর এর মধ্যেই প্যাচওয়ার্কের কাজ শেষ করতে হবে, রাজ্যজুড়ে এমনটাই নির্দেশ দিল পূর্ত দফতর।
#কলকাতা: উৎসব মরসুমে যানজট এড়াতে রাজ্য পূর্ত দফতরের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হল। রাজ্যজুড়ে পূর্ত দফতরের অধীনস্থ যে রাস্তা গুলি রয়েছে তার জরুরি ভিত্তিতে মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। মূলত রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির জেরে রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। খানা- খন্দে ভরে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা গুলি। তার জেরে ব্যাপক আকারে যানজট হচ্ছে। সেই সমস্যা সমাধান করতেই এবার তৎপর রাজ্যের পূর্ত দফতর। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যেই পূর্ত দফতরের অধীনে যে রাস্তা গুলি রয়েছে প্রতিটি রাস্তাতে প্যাচওয়ার্ক করার নির্দেশ দেওয়া হল।
কোন কোন রাস্তার প্যাচওয়ার্ক করা হচ্ছে তার বিস্তারিত তালিকা ও পূর্ত দফতরের তরফে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলাকে। এর পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক করেছেন মন্ত্রী পুলক রায়। প্রতিটি জেলার ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে, বর্ষার কথা মাথায় রেখে যেন এই প্যাচওয়ার্কের কাজ করা হয়। যদিও পুজোর মধ্যেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জন্য খরচ হবে কয়েক কোটি টাকা। আধিকারিকদের দাবি এর জন্য প্রয়োজনীয় অর্থ রয়েছে রাজ্যের পূর্ত দফতরের কাছে। তাই সে ক্ষেত্রে রাস্তার প্যাচওয়ার্কের কাজে অর্থ খুব একটা সমস্যা হবে না।
advertisement
advertisement
অন্যদিকে এদিনই রাজ্যে পূর্ত দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজোর আগেই চালু করে দেওয়া হবে টালা ব্রিজ। তা নিয়ে গত সপ্তাহেই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষ যাতে বিভিন্ন জেলার জাতীয় সড়কের অধীনে যে রাস্তাগুলি রয়েছে তার মেরামতির কাজ যেন দ্রুত করা হয়, সে বিষয়েও নবান্নের তরফে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে বলেই সূত্রে খবর। মূলত জাতীয় সড়কের একাধিক অংশ খানা-খন্দে ভরে রয়েছে। বিশেষত ৩৪ নম্বর জাতীয় সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের বেহাল দশা তৈরি হয়েছে টানা বৃষ্টির জেরে। তাই সেই জাতীয় সড়কগুলিও যাতে দ্রুত মেরামতি করা হয় সেই বিষয়েও রাজ্য পূর্ত দপ্তর ও নবান্নের তরফে বিশেষভাবে আবেদন জানানো হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে। ধনধান্য স্টেডিয়ামও ১৫ নভেম্বরের মধ্যেই চালু করার বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের পূর্ত দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2022 5:35 PM IST