Exclusive: শিক্ষক নিয়োগে বড় খবর, গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ
- Published by:Sudip Paul
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Exclusive: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগপত্র পাওয়ার পর স্কুলে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে করতে হবে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস দেখা।
কলকাতা: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। নিয়োগপত্র পাওয়ার পর স্কুলে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে করতে হবে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস দেখা। তবেই স্কুলে যোগ দিতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকারা। সম্প্রতি রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশিকাকে স্থগিত করে রাখা হয়েছিল। আজ থেকে এই নির্দেশিকা ফের কার্যকর করল মধ্যশিক্ষা পর্ষদ।
এর আগে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ফিট সার্টিফিকেট ছাড়া জয়েনিংয়ে অভিযোগ সামনে এসেছে। তাই এবার থেকে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগপত্র হাতে পেলেও বাধ্যতামূলকভাবে করতে হবে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস দেখা। সেই সংক্রান্ত সার্টিফিকেট পেলে তবেই স্কুলে যোগ দিতে পারবেন শিক্ষক শিক্ষিকারা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে থেকে নযা নির্দেশিকার কথা জানানো হয়েছে রাজ্যজুড়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Indian Railways: দুই আলাদা রাজ্য ভাগ করে নিয়েছে একটি স্টেশন, ভারতীয় রেলে এমন বিস্ময় রয়েছে ২টি
প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে চলছে তদন্ত। সিবিআই ও ইডি যৌথভাবে চালাচ্ছে তদন্ত। ইতিমধ্যেই তদন্তে গ্রেফতারি তালিকাও ক্রমষ দীর্ঘ হয়েছে। দুর্নীতির ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শিক্ষা দফতরের বিরুদ্ধেও নানা অভিযোগ তুলেছে বিরোধীরা। বিশেষজ্ঞ মহলের ধারণা সেই কারণেই এবার থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনও দিকেই কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না পর্ষদ। নয়া নির্দেশিকা তারই প্রমাণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2023 9:49 PM IST