বিধাননগর রোড স্টেশন থেকে নয়া ট্রেন, ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা শহরের এই স্টেশনে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
বিধাননগর রোড স্টেশনে, যাতে যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় যাত্রা ও ভিড় কমানো সম্ভব হয়, সেদিকটা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা করছে শিয়ালদহ ডিভিশন।
আবীর ঘোষাল, কলকাতা: ভিড় নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা অত্যন্ত জরুরি, বিশেষ করে যাত্রীদের ভিড় সারাক্ষণ যে স্টেশনে থাকে। বিধাননগর রোড স্টেশনে, যাতে যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় যাত্রা ও ভিড় কমানো সম্ভব হয়, সেদিকটা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা করছে শিয়ালদহ ডিভিশন।
কলকাতার পরিবহণ ব্যবস্থার লাইফলাইন হিসেবে বিধাননগর রোড স্টেশন প্রতিদিন বিপুল যাত্রী ভিড় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষত পিক আওয়ার বা ব্যস্ত সময়ে। সাধারণ দিনে এই স্টেশনে গড়ে প্রায় ১.৭ লক্ষ যাত্রী আসা-যাওয়া করেন, যার মধ্যে সকাল ও সন্ধ্যার পিক আওয়ারে প্রায় ১ লক্ষেরও বেশি যাত্রী চলাচল করেন, ফলে ভিড়ের চাপ অত্যন্ত বেড়ে যায়।
advertisement
advertisement
এই স্টেশন শিয়ালদহ ডিভিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এর কৌশলগত অবস্থান এবং বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা। শিয়ালদহ, সল্টলেক, কাঁকুড়গাছি, সেক্টর ফাইভ, রাজারহাট, নিউ টাউন ইত্যাদি গুরুত্বপূর্ণ স্থানের সান্নিধ্যের কারণে এই স্টেশনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়াও, এটি উত্তর ও দক্ষিণ শাখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে।
advertisement
পূর্ব রেলওয়ে, শিয়ালদহ ডিভিশন নতুন একটি লোকাল ট্রেন পরিষেবা চালু করতে যাচ্ছে। নতুন পরিষেবার মধ্যে থাকছে — ৩১৩৪৩ আপ *বিধাননগর রোড* – কল্যাণী লোকাল, যা বিধাননগর রোড থেকে রাত ১৯.২৭ টায় ছাড়বে এবং রাত ২০.৩৬ টায় কল্যাণী পৌঁছাবে। পথে সকল স্টেশনে এর স্টপেজ থাকবে। এর ফেরত যাত্রা হবে ৩১,৩৪০ ডাউন কল্যাণী – শিয়ালদহ লোকাল, যা কল্যাণী থেকে রাত ২০.৫৫ টায় ছাড়বে এবং রাত ২২.১৯ টায় শিয়ালদহ পৌঁছাবে। এই পরিষেবা প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে। নতুন ট্রেন পরিষেবা ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হবে, যা যাত্রীদের জন্য নির্ভরযোগ্য ও সুবিধাজনক যাত্রার সুযোগ দেবে। শিয়ালদহের ডিআরএম জানিয়েছেন, ‘‘এই অতিরিক্ত পরিষেবা চালুর মাধ্যমে আমরা যাত্রী চাহিদা মেটানোর এবং আরও উন্নত জনপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার প্রতি আমাদের অবিচ্ছিন্ন প্রচেষ্টা প্রতিফলিত করছি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2025 10:40 AM IST