Bidhannagar Station: বিধাননগর স্টেশনে আর থামবে না এই ট্রেনগুলি! সকল যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা রেলের! কোন কোন ট্রেন, জেনে নিন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Bidhannagar Station: বিধাননগর রোড স্টেশন উচ্চ-ঘনত্বের রুটে অবস্থিত হওয়ার কারণে প্ল্যাটফর্মে মেল/এক্সপ্রেস ট্রেন দাঁড়ালে অতিরিক্ত ভিড় এবং যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়।
কলকাতা: যাত্রী সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদহ বিভাগের বড় সিদ্ধান্ত। বিধাননগর রোড স্টেশনে চার জোড়া মেল/এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করে নিল রেল।
পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ যাত্রী সুরক্ষা বৃদ্ধি, ট্রেন চলাচলের দক্ষতা বাড়ানো এবং প্ল্যাটফর্মের জায়গার সীমাবদ্ধতা দূরীকরণের উদ্দেশ্যে বিধাননগর রোড স্টেশনে চার (৪) জোড়া মেল/এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্দিষ্ট তারিখ থেকে এই নির্দেশ কার্যকর করা হবে।
advertisement
advertisement
বিধাননগর রোড স্টেশন উচ্চ-ঘনত্বের রুটে অবস্থিত হওয়ার কারণে প্ল্যাটফর্মে মেল/এক্সপ্রেস ট্রেন দাঁড়ালে অতিরিক্ত ভিড় এবং যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। পর্যালোচনার পর নেওয়া এই সিদ্ধান্ত স্টেশন এলাকায় যাত্রী চলাচলকে আরও নির্বিঘ্ন করবে এবং ট্রেন চলাচল আরও সুসংগঠিত করবে বলেই মনে করছে রেল।
advertisement
যে চার জোড়া ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হচ্ছে:
13153 শিয়ালদহ – মালদা টাউন গৌর এক্সপ্রেস (২৭.১০.২০২৫ হতে)
13154 মালদা টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেস (২৬.১০.২০২৫ হতে)
13147 শিয়ালদহ – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৭.১০.২০২৫ হতে)
advertisement
13148 বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৬.১০.২০২৫ হতে)
13149 শিয়ালদহ – আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৭.১০.২০২৫ হতে)
13150 আলিপুরদুয়ার – শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৬.১০.২০২৫ হতে)
13185 শিয়ালদহ – জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (২৭.১০.২০২৫ হতে)
advertisement
13186 জয়নগর – শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (২৬.১০.২০২৫ হতে)
রেলের তরফে বলা হচ্ছে, শিয়ালদহ বিভাগ যাত্রীদের নিরাপত্তা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এই সিদ্ধান্তে সকল যাত্রীর সহযোগিতা প্রার্থনা করছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে সংশোধিত সময়সূচি পর্যালোচনা করে শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে বিকল্প যাত্রার ব্যবস্থা গ্রহণ করতে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 12:24 PM IST

