Bhabanipur Bjp Candidate Priyanka Tibrewal: প্রচার সারছিলেন ভবানীপুরে, হঠাৎ এক স্লোগানেই ক্ষুব্ধ BJP-র প্রিয়াঙ্কা! যা ঘটল...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bhabanipur Bjp Candidate Priyanka Tibrewal: ভবানীপুর এলাকায় প্রচার করতে গিয়ে 'হোঁচট' খেলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। শুনতে হল জয় বাংলা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় স্লোগান।
#কলকাতা: ভবানীপুর উপনির্বাচনে (Bhabanipur By Election) জমজমাট প্রচার শুরু করে দিয়েছে সব পক্ষই। মঙ্গলবার গোটা দিন বৃষ্টি হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে প্রচার করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবারও তার অন্যথা হয়নি। এদিকে এদিনই ভবানীপুর এলাকায় প্রচার করতে গিয়ে 'হোঁচট' খেলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Bhabanipur Bjp Candidate Priyanka Tibrewal)। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ প্রিয়াঙ্কা।
কী ঘটেছিল এদিন? জানা গিয়েছে, ভবানীপুর কেন্দ্রের যদুবাবুর বাজার এলাকায় ঢোল বাজিয়ে সনাতনী নামকীর্তন দিয়ে প্রচার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ঠিক তখনই প্রিয়াঙ্কার সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীসমর্থকরা। প্রচারে হঠাৎই এমন ঘটনায় কিছুটা হকচকিয়ে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী। কিন্তু তারপরই প্রিয়াঙ্কা তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘মনের মধ্যে যদি ভয় নাই থাকে, তাহলে মুখ্যমন্ত্রী কেন প্রচারে নামছেন? আমি তো বাচ্চা মেয়ে, আমাকে খায় নাকি মাথায় দেয় জানেন না, তাহলে বাচ্চা মেয়ের এত বিরোধিতা করছেন কেন? এত ভয় কেন?’ অপরদিকে, পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদও। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলেই প্রচার পাচ্ছেন, আগামী ৩০ তারিখ পর্যন্ত প্রচার পাবেন। এসবই প্রচারে থাকার ছক।'
advertisement
এরই মধ্যে আবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে। আর তা নিয়েই তাঁকে চিঠি দিল নির্বাচন কমিশন (Election Commission show causes Priyanka Tibrewal)৷ প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মনোনয়ন জমা দেওয়ার দিন নির্বাচন কমিশনের বিধিভঙ্গ করে অবৈধ ভাবে জমায়েত করেছিলেন প্রার্থী ও তাঁর সমর্থকরা৷ বিষয়টি নিয়ে প্রথমে কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল কংগ্রেস৷ শুধু তাই নয়, পুলিশের পক্ষ থেকেও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Bhabanipur Bjp Candidate Priyanka Tibrewal) বিরুদ্ধে একই অভিযোগ করা হয়েছিল। যদিও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) অভিযোগ, তাঁর প্রচার বন্ধ করতেই ইচ্ছাকৃত ভাবে এমন অভিযোগ তুলছে তৃণমূল৷
advertisement
advertisement
প্রসঙ্গত, গত সোমবার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার আগে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের উপরে অবৈধ জমায়েত করেছিলেন৷ সেখানে অন্তত পাঁচশো মানুষের জমায়েত হয়েছিল বলে অভিযোগ ওঠে। এমনকী নির্বাচন কমিশনের বিধিভঙ্গ করেই প্রচুর সংখ্যক বাইক, গাড়িও সেখানে আনা হয়েছিল বলে অভিযোগ। রাস্তার মধ্যেই ধুনুচি নাচেরও আয়োজন করা হয়েছিল৷ তাতে প্রিয়াঙ্কা ও দলের কর্মীরা যোগ দিয়েছিলেন। ওই জমায়েতের ফলে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের উপরে যানজটও তৈরি হয়েছিল। এরপরই প্রিয়াঙ্কার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। সেই প্রেক্ষিতেই এদিন কমিশনের চিঠি পেলেন প্রিয়াঙ্কা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 15, 2021 7:58 PM IST