চাইনিজ লোন অ্যাপের ফাঁদ, পা দিলেই কিন্তু সর্বস্বান্ত! সাবধান হন এখনই

Last Updated:

Chinese loan apps: লকডাউনের সময় থেকে এই সব চাইনিজ অ্যাপের রমরমা। একবার এই ফাঁদে পা দিলেই সর্বস্ব হারাবেন।

#কলকাতা: কোভিডের সময় লকডাউন পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা খারাপের ফলে ঋণ নির্ভর হয়ে পড়েছিলেন বহু মানুষ। সেই সময় অনলাইনে চাইনিজ লোন অ্যাপের রমরমা ছড়িয়ে পড়ে।
সামান্য কিছু ডকুমেন্ট দিয়েই সবাই পেয়ে যাচ্ছিলেন লোন। আর সেই ফাঁদে পড়ে সারা ভারতবর্ষে কয়েক কোটি মানুষ এখনও প্রতারিত হচ্ছেন।  কী সেই চাইনিজ লোন অ্যাপ?
আরও পড়ুন- বিপুল টাকা উদ্ধার ও ব্যবসায়ী গ্রেফতার মামলায় ED-র জরুরি আবেদন! রবিবার ছুটির দিনেই হাইকোর্টে শুনানি...
instant loan থেকে আরম্ভ করে নানা ধরণের লোনের অ্যাপ সোশ্যাল মাধ্যমে রয়েছে। সেখানে ৩০০০ টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়েছেন অনেকেই। সব থেকে মজার, ওইসব অ্যাপে ছবি, আধার কার্ড ছাড়া কয়েকটি নথি আপলোড করলেই ব্যাংক একাউন্টে ঢুকে যাচ্ছিল টাকা।
advertisement
advertisement
লোন নেওয়ার সাত দিন পর থেকেই শুরু হত টাকা ফেরতের চাপ। এই রকম চাইনিজ লোন অ্যাপ থেকে দক্ষিণ কলকাতার এক মহিলা লোন পেয়েছিলেন ৩ হাজার ৪০০ টাকা। সাতদিন পরে তাকে দ্বিগুণ টাকা ফেরতের জন্য ফোনে চাপ দিতে থাকে ওই লোন অ্যাপের লোকজন।
ওই মহিলার থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি চেয়ে বসে তারা। সব থেকে মজার ব্যাপার, এইভাবে ব্ল্যাকমেলিং-এর সঙ্গে সঙ্গে মহিলার আত্মীয়-স্বজনদের মোবাইলে মহিলার কুরুচিপূর্ণ ছবি পাঠানো হয়। তার পরই মহিলা থানার দ্বারস্থ হন।
advertisement
এইসব কোম্পানি গুলির রেজিস্ট্রেশন হয়েছে এদেশে। কিন্তু এদের নির্দিষ্ট কোনও অফিস নেই। রয়েছে কয়েকটি কল সেন্টার। মূলত সমস্ত কিছু চলে চীন থেকে।
আরও পড়ুন- Sitarang: কালীপুজোতেও ভিলেন সেই ঝড়জল! ১০০ কিমি বেগে ঝড়ের তাণ্ডব, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলা
১৯  অক্টোবর বেঙ্গালুরুতে পাঁচটি চাইনিজ অ্যাপের কলসেন্টারে হানা দিয়ে মোট ৯৫ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।  ওই লোন অ্যপে ক্লিক করে বিশদ তথ্য দিলেই যিনি লোন নিচ্ছেন তাঁর অজান্তেই, মোবাইলের সমস্ত কিছুই ওই চক্রের নিয়ন্ত্রণে চলে যায়। সঙ্গে তাঁর ব্যাঙ্ক একাউন্ট পর্যন্ত ফাঁকা হয়ে যায়।
advertisement
সরকারের তরফে বারবার বলা হয়েছে, ওই সমস্ত অ্যাপের চক্রে পা না দেওয়ার জন্য। তবে বেশ কিছু ভারতীয় এজেন্টকে নিয়োগ করে এখনো চাইনিজ অ্যাপ গুলো চলছে। আর এদের থেকে হাওয়ালার মাধ্যমে টাকা চলে যাচ্ছে চীনে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চাইনিজ লোন অ্যাপের ফাঁদ, পা দিলেই কিন্তু সর্বস্বান্ত! সাবধান হন এখনই
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই
সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা,তবে রাজ্যে বৃষ্টি নেই
  • সাগরের উপর নিম্নচাপ অঞ্চল

  • মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

  • তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

VIEW MORE
advertisement
advertisement