বিপুল টাকা উদ্ধার ও ব্যবসায়ী গ্রেফতার মামলায় ED-র জরুরি আবেদন! রবিবার ছুটির দিনেই হাইকোর্টে শুনানি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Calcutta High Court : কেন শর্ত দেবে ব্যাঙ্কশাল আদালত? জিজ্ঞাসাবাদের সময় কেন অভিযুক্তের আইনজীবী উপস্থিত থাকবেন? ইত্যাদি প্রশ্ন তুলে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশ বাতিল চেয়ে হাইকোর্টে আজ ইডি।
#কলকাতা: ED জরুরি আবেদনের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। ব্যবসায়ী রুমেন আগরওয়ালকে জিজ্ঞাসাবাদে শর্ত কেন? কেন শর্ত দেবে ব্যাঙ্কশাল আদালত? জিজ্ঞাসাবাদের সময় কেন অভিযুক্তের আইনজীবী উপস্থিত থাকবেন? ইত্যাদি প্রশ্ন তুলে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশ বাতিল চেয়ে হাইকোর্টে আজ ইডি। দুপুর তিনটেয় শুরু হয়েছে শুনানি।
প্রধান বিচারপতি অনুমতি সাপেক্ষে আজ রবিবার বসেছে কোর্ট। বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে ইডি আবেদনের শুনানি চলছে। কিছুদিন আগেই কয়েক কোটি টাকা-সহ গ্রেফতার হয় ব্যবসায়ী রমেন আগরওয়াল। উল্টোডাঙা-সহ আরও কয়েক জায়গায় ইডি তল্লাশি ও কোটি টাকা উদ্ধারের পর গ্রেফতার হয় ওই ব্যবসায়ী।
advertisement
advertisement
দিনতিনেক আগেই গ্রেফতার করা হয় গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের ‘ঘনিষ্ঠ’ রুমেন আগরওয়ালকে। বৃহস্পতিবার দিনভর জেরার পর তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার তাঁর উল্টোডাঙার বাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কোটি টাকা উদ্ধার করেছিল ইডি।
advertisement
এর আগে গত সেপ্টেম্বরে আমিরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আমিরের বাড়ির খাটের তলা থেকে ১৭ কোটি টাকা উদ্ধার হয়। পরে তাঁকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়। সেই সূত্র ধরেই বুধবার ‘আমির-ঘনিষ্ঠ’ কয়েক জন ব্যবসায়ীর যাদবপুর, পার্ক স্ট্রিট ও উল্টোডাঙার ডেরায় তল্লাশি অভিযান চালায় ইডি। ই-নাগেটস মোবাইল গেম আপ ইডি মামলাতে গ্রেফতার করা হয় রুমেন আগরওয়ালকে।
advertisement
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2022 4:14 PM IST