Bengaluru Cafe Blast: ১০ থেকে ১২ বার সিম চেঞ্জ! চেন্নাই থেকে কী ভাবে দিঘা পৌঁছল মাস্টারমাইন্ড মুসাভির..বেঙ্গালুর কাণ্ডে বিস্ফোরক তথ্য
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
ডেরা বদলে প্রথম থেকে বিভিন্ন ভাবে লজিস্টিক সাপোর্ট দিয়েছিলেন আবদুল মথিন ত্বহার স্কুল কলেজের বন্ধু মোজাম্মিল শারিফ। তার সাথে একাধিক বার ফোনে কথা হয় বলে দাবি এনআইএ-এর। বিভিন্ন নম্বর থেকে ফোনে মোজাম্মিলের সঙ্গে যোগাযোগ হয়৷ মোজাম্মিলকে গত মাসের ২৬ তারিখ গ্রেফতার করেছে এনআইএ৷
কলকাতা: কর্ণাটকে বিস্ফোরণ ঘটিয়ে খোদ এই পশ্চিমবঙ্গে এসেই গা ঢাকা দিয়েছিল দুই অভিযুক্ত৷ তারমধ্যে ছিল ঘটনার মাস্টারমাইন্ড মুসাভির হুসেন শাহিব ও তার সহযোগী আবদুল মথিন ত্বহা৷ গত শুক্রবারই এনআইএ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্ণাটক ও কেরল পুলিশের যৌথ অভিযানে দিঘা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত দুইজনকে। আর তার পর থেকেই ঘটনা নিয়ে তুমুল শোরগোল পড়ে যায় রাজ্যে৷ পশ্চিমবঙ্গকে আবারও আততায়ীদের ‘সেফ প্যাসেজ’ বলে তোপ দাগতে শুরু করেন বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী৷
জানা গিয়েছে, রামেশ্বরম বিস্ফোরণে ধৃত আব্দুল মতিন ত্বহা ও মুলাভির হোসেন সাজিব কলকাতা আসার আগে চেন্নাই গিয়েছিলেন৷ ট্রেনে করেই চেন্নাই থেকে কলকাতা আসেন দু’জনে৷ গত ২৮ মার্চ কলকাতা থেকে হাওড়া যায় ওই দু’জন। তারপরে সেখান থেকে সড়কপথে বাসে দিঘা৷ তদন্তে এখনও পর্যন্ত তেমনটাই সামনে এসেছে বলে দাবি এনআইএ সূত্রের৷
আরও পড়ুন: ডায়মন্ড হারবার-যাদবপুরের পরে এবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল ISF…চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা
এখানেই শেষ নয়৷ প্রথমে কর্ণাটক, তারপরে চেন্নাই, তারপর কলকাতা, দিঘা..পরপর এই ভাবে ডেরা পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের সিমও বদলাতে থেকেছে মুসাভিররা৷ জানা গিয়েছে, বিস্ফোরকণ কাণ্ডের পর থেকে কমপক্ষে ১০-১২টি সিম বদলেছিল তারা৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর ঠিকানার আধার কার্ড৷ তবে সমস্ত কার্ডই জাল বলে দাবি এনআইএ-এর৷ আধার কার্ডগুলো বিস্ফোরণের আগেই কর্ণাটকে তৈরি করা হয়েছিল বলে অনুমান৷
advertisement
advertisement
ডেরা বদলে প্রথম থেকে বিভিন্ন ভাবে লজিস্টিক সাপোর্ট দিয়েছিলেন আবদুল মথিন ত্বহার স্কুল কলেজের বন্ধু মোজাম্মিল শারিফ। তার সাথে একাধিক বার ফোনে কথা হয় বলে দাবি এনআইএ-এর। বিভিন্ন নম্বর থেকে ফোনে মোজাম্মিলের সঙ্গে যোগাযোগ হয়৷ মোজাম্মিলকে গত মাসের ২৬ তারিখ গ্রেফতার করেছে এনআইএ৷
আরও পড়ুন:‘কোনও হিংসা চাই না,’…ভোটের দিন ঘণ্টায় ঘণ্টায় দিতে হবে রিপোর্ট, বৈঠকে কড়া কমিশন
মার্চ মাসের ১ তারিখ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে আইইডি বিস্ফোরণ হয়েছিল, তাতে আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসেছিল। মুখে মাস্ক পরা ছিল। ওই যুবক ইডলি অর্ডার করে। খাবার খেয়ে সে বেরিয়ে যায়। টেবিলের নীচে রেখে যায় ব্যাগটি। মিনিট দশেক পরই ক্যাফেতে বিস্ফোরণ হয়। ঝলসে যান অনেকে।
advertisement
ওই হামলায় মূল অভিযুক্ত ছিল মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন ত্বহা। বিস্ফোরণের পর থেকেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছিল। অবশেষে তাদের গত শুক্রবার দিঘা গ্রেফতার করে এনআইএ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 13, 2024 12:26 PM IST