জেন ওয়াইয়ের ‌এবার ফিটনেস ট্র‍্যাকার মুখ্যমন্ত্রীর হাতেও! নয়া ঘড়ি নিয়েই ঘোরাঘুরি

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাতের কব্জির উপরে দেখা গেল সাদা-কালো ফিটনেস ট্র‍্যাকার।

#কলকাতা: ফিট মুখ্যমন্ত্রীর হাতে এবার ফিটনেস ট্র‍্যাকার। শুক্রবার বিধানসভা অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেখা গেল এই ফিটনেস ট্র‍্যাকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাতের কব্জির উপরে দেখা গেল সাদা-কালো ফিটনেস ট্র‍্যাকার।
মুখ্যমন্ত্রী এমনিতেই ফিটনেস সচেতন। তিনি হাঁটতে ভালোবাসেন। নিয়ম করে ট্রেড মিল করেন। পাহাড়ে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম করে হাঁটেন। সাথে যাঁরা থাকেন তাদেরকেও হাঁটার ব্যাপারে উৎসাহিত করেন। তবে শুধু পাহাড়ে গিয়ে হাঁটা নয়, যেখানেই তিনি যান না কেন হাঁটা মাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ করে ভোটের সময় বা বিশেষ বিশেষ দিন উপলক্ষ্যে তিনি যেভাবে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলেন তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা আছে যথেষ্ট।
advertisement
যেহেতু তিনি হাঁটতে ভালোবাসেন তাই ধরেই নেওয়া হচ্ছে ফিটনেস ট্র‍্যাকার সেই জন্যেই তিনি পড়েছেন।ফিটনেস ট্র‍্যাকার অবশ্য এখন স্টাইল স্টেটমেন্ট। টিন এজ থেকে শুরু করে মধ্য বয়স্ক মানুষ প্রত্যেকেই এটা ব্যবহার করেন। আর যেহেতু স্মার্টফোনের যুগ, তাই স্মার্টওয়াচ এখন অনেক সময় ফিটনেস ট্র‍্যাকার হিসাবেই কাজ করে।
advertisement
কী কী থাকে এই ফিটনেস ট্র‍্যাকারে? এখানে সময় দেখা যায়। জিপিএস সেটিংস করলে  লোকেশন বোঝা যায়। কে কত পা হাঁটছেন বা দৌঁড়ে যাচ্ছেন সেটাও আপ টু ডেট ধরা পড়ে সমস্ত তথ্য। একই সাথে কিছু ফিটনেস ট্র‍্যাকারে ব্লাড প্রেশার, ঘুমের সময়, অ্যালার্ম হিসাবেও ব্যবহার করা যায়। একাধিক সংস্থার এই ফিটনেস ট্র‍্যাকার পাওয়া যায়। এমনকি পছন্দ অনুযায়ী বেল্ট বদলে নেওয়া যায়। সে রকমই একটা ফিটনেস ট্র‍্যাকার দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। রাজ্যের শাসক দলের বেশ কিছু নেতা-নেত্রীর হাতে দেখা যায় ফিটনেস ট্র‍্যাকার। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ব্যবহার করেন এই ফিটনেস ট্র‍্যাকার। বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী, যুব সভানেত্রী সায়নী ঘোষ এদের হাতেও দেখা যায় ফিটনেস ট্র‍্যাকার। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ফিটনেস ট্র‍্যাকার উনি ব্যবহার করছেন কত পা উনি হাঁটছেন সেটা বুঝতেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জেন ওয়াইয়ের ‌এবার ফিটনেস ট্র‍্যাকার মুখ্যমন্ত্রীর হাতেও! নয়া ঘড়ি নিয়েই ঘোরাঘুরি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement