Rakhi Festival | Bengal BJP: সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে মোদির নির্দেশ, ‘রাখি-কৌশলে’ আস্থা বঙ্গ বিজেপির

Last Updated:

সংখ্যালঘু সেলের অন্যতম মুখপাত্র আলি হোসেন বলেন, ‘‘লোকসভা ভোটে সংখ্যালঘুদের মন পেতে নয়, মোদিজি বলেছেন ১৪০ কোটি মানুষের কথা ভেবে। সেই মতো আমরা এ রাজ্যেও রাখি উৎসবের প্রস্তুতি নিয়েছি।’’

কলকাতা: লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচন৷ আর সেই নির্বাচনে ‘মিশন বেঙ্গল’ হিসাবে ৩৫টি আসন জোগাড় করতে মরিয়া অমিত শাহের বিজেপি৷ সেই টার্গেট মাথায় রেখেই সংখ্যালঘু মন পেতে বিশেষ যত্ন নিতে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপি-কে৷ সংখ্যালঘু মন পেতে এবার তাঁদের রাখি উৎসব৷
সূত্রের খবর, রাখি উৎসবের দিন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যেতে হবে বিজেপির নেতা-কর্মীদের। তারপরে সেখানে বসবাসকারী মহিলাদের হাত থেকে রাখি পরবেন তাঁরা। তাঁদের পাশে থাকার বার্তা দেবেন। নরেন্দ্র মোদির কাছ থেকে এমনই পরামর্শ দলের নিচুতলার নেতাকর্মীদের কাছে এসেছে বসে সূত্রের খবর৷ সেই মতো কর্মসূচি তৈরি করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন: LAC থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে সেনা বাঙ্কার, সুড়ঙ্গ! স্যাটেলাইট ইমেজে ফাঁস চিনের ষড়যন্ত্র
সংখ্যালঘু সেলের অন্যতম মুখপাত্র আলি হোসেন বলেন, ‘‘লোকসভা ভোটে সংখ্যালঘুদের মন পেতে নয়, মোদিজি বলেছেন ১৪০ কোটি মানুষের কথা ভেবে। সেই মতো আমরা এ রাজ্যেও রাখি উৎসবের প্রস্তুতি নিয়েছি।’’
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ মুসলিম। ২৫ শতাংশের বেশি মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা ১৪৬টি। একুশের বিধানসভা ভোটে এই ১৪৬টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ১৩১টিতে। বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র ১৪টি।
আরও পড়ুন: বন্ধ ইটভাটার আড়ালেই গুছিয়ে বাজি তৈরির বেআইনি কারবার! দত্তপুকুর কাণ্ডে পুলিশের নজরে অস্থায়ী ছাউনি
এবার চব্বিশে লোকসভা নির্বাচন। সূত্রের খবর, তার আগে সংখ্যালঘু ভোটার বেশি এমন লোকসভা আসনকে বেশি করে গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি। বিশেষ নজরে রয়েছে বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, রায়গঞ্জ, বসিরহাট, মালদহ উওর, মালদহ দক্ষিণ, যাদবপুর, মথুরাপুর, বীরভূম, কৃষ্ণনগর, ডায়মন্ড হারবার এবং জয়নগর।
advertisement
বিজেপি সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, সংখ্যালঘু ভোটার বেশি এমন সব লোকসভা আসনে টানা প্রচার করতে হবে। সংখ্যালঘুদের মধ্যে যাঁরা গরিব তাঁদের সঙ্গে কথা বলতে হবে। স্থানীয় ইস্যুতে জোর দিতে হবে। গত ১০ বছরে সংখ্যলঘুদের জন্য মোদি সরকার কী কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরতে হবে৷ এরজন্য সংখ্যালঘু সেলকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব।
advertisement
পাখির চোখ চব্বিশের ভোট। তাই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাখি উৎসবকে সামনে রেখেই জোর প্রচার ও জনসংযোগ কর্মসূচি পালন করে সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে চাইছে বঙ্গ পদ্মা শিবির৷ তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rakhi Festival | Bengal BJP: সংখ্যালঘু সম্প্রদায়ের মন পেতে মোদির নির্দেশ, ‘রাখি-কৌশলে’ আস্থা বঙ্গ বিজেপির
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement