China: LAC থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে সেনা বাঙ্কার, সুড়ঙ্গ! স্যাটেলাইট ইমেজে ফাঁস চিনের ষড়যন্ত্র
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২০২১ সালের ডিসেম্বর এবং চলতি বছরের অগাস্ট মাসের স্যাটেলাইট ইমেজ তুলনা করে দেখা গিয়েছে, বর্তমানে আকসাই চিনের ১৫ বর্গ কিলোমিটার এলাকায় বাঙ্কার এবং আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি তৈরি করেছে চিন৷
নিয়ন্ত্রণরেখার কাছে ফের তৎপরতা শুরু চিনের৷ ডোকলাম, প্যাংগং লেকের পরে বেআইনি ভাবে দখল করে রাখা আকসাই চিন-ও এখন চিনের সামরিক আঁতুড়ঘর৷ সম্প্রতি যে সমস্ত স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে সরু নদী উপত্যকার কোথাও সুড়ঙ্গ তৈরি করেছে চিন, কোথাও আবার সেনা ছাউনি, কোথাও আন্ডারগ্রাউন্ড বাঙ্কার৷
advertisement
advertisement
আন্তর্জতিক জিও-ইন্টেলিজেন্স বিশেষজ্ঞেরা গত এক সপ্তাহ ধরে এই সমস্ত স্যাটেলাইট ইমেজগুলিকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছেন৷ গত ১৮ অগাস্টের এই ছবিতে দেখা গিয়েছে নদী উপত্যকার দুই পাশে পাহাড়ের পাথরের মধ্যে কমপক্ষে ১১টি শ্যাফ্ট পোঁতা রয়েছে৷ গত কয়েকমাসে এই এলাকায় কংক্রিটের নির্মাণও বেড়েছে৷ আকসাই চিনে ভারী অস্ত্রশস্ত্র বয়ে নিয়ে আসা এবং এখানে রেখে ব্যবহারের মতো পরিকাঠামো তৈরি করছে চিন৷
advertisement
advertisement
advertisement
advertisement
গত ২৮ অগাস্ট বেজিংয়ের তরফে প্রকাশ করা চিনের এই সরকারি মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অংশ হিসাবে দেখিয়েছে চিন৷ বহুদিন ধরেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে নিজেদের দেশের অংশ বলে দাবি করে আসছে চিন৷ পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের পূর্বের লাদাখ সংলগ্ন অংশ, যা ১৯৬২-র যুদ্ধে দখল করে নিয়েছিল চিন, সেই আকসাই চিনকেও নতুন মানচিত্রে নিজেদের বলে দাবি করেছে বেজিং৷