Bengal Bjp: আসানসোল ও বালিগঞ্জের জন্য নতুন ছক তৈরি, কোন পথে এগোচ্ছে বিজেপি?

Last Updated:

Bengal Bjp: আসানসোল ও বালিগঞ্জের ভোটের দায়িত্বে এক বিধায়ক ও এক সাংসদকে মাথায় রেখে কমিটি গঠন রাজ্য বিজেপির।

বিজেপি-র নতুন পরিকল্পনা
বিজেপি-র নতুন পরিকল্পনা
#কলকাতা:  দুই কেন্দ্রের উপনির্বাচনে পরিচালন কমিটি ঘোষণা করল বিজেপি। আসানসোলের দায়িত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে সহ প্রভারী অর্জুন সিং, ইনচার্জ জ্যোতির্ময় মাহাতো, কো-ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী। অন্যদিকে বালিগঞ্জ কেন্দ্রের দায়িত্বে সাংসদ জগন্নাথ সরকার। সঙ্গে সঞ্জয় সিং, সোমনাথ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অশোক দিন্দা। সোমবারই  আসানসোল ও দক্ষিণ কলকাতা নেতৃত্বের সঙ্গে মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য দফতরে নির্বাচনী  বিষয় নিয়ে বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের তরফে দুই কেন্দ্রের জন্য নিজেদের প্রার্থী ঘোষণা করলেও প্রধান বিরোধী দল বিজেপি প্রার্থী তালিকা এখনও প্রকাশ করেনি। সম্ভবত আজই চূড়ান্ত হবে আসানসোল ও বালিগঞ্জ  কেন্দ্রের বিজেপির প্রার্থী তালিকা।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই ফের পশ্চিমবঙ্গে নির্বাচনের দামামা বেজে গেল৷ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১২ এপ্রিল আসানসোল (Asansol By Election) লোকসভা কেন্দ্র এবং বালীগঞ্জ (Ballygunge By Election) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে৷ নির্বাচনের ফল ঘোষণা হবে ১৬ এপ্রিল৷ আর এরপরই বড় সিদ্ধান্ত নিল তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ট্যুইট করে জানিয়ে দিলেন, আসানসোল লোকসভা উপনির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা আর বালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হল বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)।
advertisement
advertisement
ট্য়ুইটে এই দুজনের নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেন। ফলে ওই আসনে উপনির্বাচন হচ্ছে৷ অন্য দিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালীগঞ্জ বিধানসভা কেন্দ্রও বিধায়কশূন্য অবস্থায় রয়েছে৷
advertisement
বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সময় বাবুল বলেছিলেন, ''তিনি প্রথম এগারোয় খেলতে চান। কিন্তু বিজেপি-তে তা করা যাচ্ছে না।'' এরপর থেকেই জল্পনা ছিল, বাবুলকে তবে কি রাজ্য মন্ত্রিসভায় আনতে চলেছে তৃণমূল? অবশেষে সেই সম্ভাবনাই জোরাল হল। এখন দেখার, বিজেপির তরফে ভোট পরিচালন কমিটি গঠনের পর আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে কাদেরকে প্রার্থী করে গেরুয়া শিবির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: আসানসোল ও বালিগঞ্জের জন্য নতুন ছক তৈরি, কোন পথে এগোচ্ছে বিজেপি?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement