Bengal BJP: রূপা গঙ্গোপাধ্যায়-রুদ্রনীল ঘোষকে বড় দায়িত্ব দিল বিজেপি! ভোটের আগেই বাজার গরম করতে এ কীসের আয়োজন হবে এবার?

Last Updated:

Bengal BJP: 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে কৌশলী বিজেপি, রাজ্যে হবে আরও এক 'ফিল্ম ফেস্টিভ্যাল'।

বড় দায়িত্বে রূপা-রুদ্রনীল
বড় দায়িত্বে রূপা-রুদ্রনীল
কলকাতা: শুরু থেকেই বিতর্কের অন্ত নেই। এবার বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখাতে কৌশলী বঙ্গ বিজেপি। রাজ্যে সমান্তরাল চলচ্চিত্র উৎসবের আয়োজন হতে চলেছে। আরও পরিষ্কার করে বললে, কলকাতা অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাল্টা চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, সেখানে দেশ, বিদেশ, অঞ্চলিক ও বাংলা সিনেমা দেখানো হবে। তার জন্য শহরের একাধিক কেন্দ্রীয় সরকারি প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া হবে বলে খবর। থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক মানের অভিনেতা, পরিচালকরা।
বঙ্গ বিজেপির তরফে রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষরা গোটা বিষয়ের দায়িত্ব সামলাচ্ছেন। কেন্দ্রীয় নেতৃত্ব সেই সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে গোটা দেশে ৫ তারিখ মুক্তি পেয়েছে বেঙ্গল ফাইলস। কিন্তু দেখা যাচ্ছে না বাংলার প্রেক্ষাগৃহগুলিতে। যদিও রুদ্রনীল ঘোষ বলছেন, “এরা আমাদের অন্যায় বা ভুলগুলোকে মেনে নেয় না। তাই এরা বাদ। এরকম করতে গেলে তো অর্ধেক পশ্চিমবঙ্গবাসী বাদ হয়ে যাচ্ছে। তার জন্য তো একটা মানুষের রিলিফের জায়গা দরকার রয়েছে। সেই উইন্ডোটা খুলে দেওয়ার জন্যই এই উদ্যোগ।”
advertisement
advertisement
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাল্টা আয়োজন হিসেবে রাজ্যে শুরু হতে চলেছে এক সমান্তরাল ফিল্ম ফেস্টিভ্যাল। সূত্রের খবর, সেই উৎসবে দেশ-বিদেশের পাশাপাশি আঞ্চলিক এবং বাংলা সিনেমাও দেখানো হবে। তবে সবার নজর থাকবে এক ছবির দিকেই-বিতর্কিত ‘দ্য বেঙ্গল ফাইলস’। শহরের একাধিক কেন্দ্রীয় সরকারি প্রেক্ষাগৃহ ভাড়া নেওয়া হবে এই ফেস্টিভ্যালের জন্য। উপস্থিত থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক মানের পরিচালক ও অভিনেতারা।
advertisement
গোটা আয়োজনের দায়িত্ব সামলাচ্ছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে, এই ফিল্ম ফেস্টিভ্যাল শুধু সাংস্কৃতিক উদ্যোগ নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমান্তরাল আয়োজনের মাধ্যমে রাজ্যে নিজের প্রভাব বিস্তার করতেই বিজেপির এই পদক্ষেপ।’দ্য বেঙ্গল ফাইলস’ ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। এবার বাংলায় পাল্টা ফেস্টিভ্যালের মাধ্যমে ছবিটি দেখানো হলে তা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: রূপা গঙ্গোপাধ্যায়-রুদ্রনীল ঘোষকে বড় দায়িত্ব দিল বিজেপি! ভোটের আগেই বাজার গরম করতে এ কীসের আয়োজন হবে এবার?
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement