নেতৃত্বের ভুলেই একের পর এক নির্বাচনে বাংলায় ভরাডুবি হচ্ছে বিজেপির, বিস্ফোরক পদ্ম সাংসদ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় নেতৃত্বের দাওয়াইয়েও এক হয়ে চলতে পারছে না বঙ্গ বিজেপি? উঠছে প্রশ্ন।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- নেতৃত্বের ভুলেই একের পর এক নির্বাচনে ভরাডুবি হচ্ছে বিজেপির। বিস্ফোরক অভিযোগ বিজেপিরই বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের। সৌমিত্রর তোপে এবার দলের অযোগ্য নেতৃত্বের কারণেই নির্বাচনী ভরাডুবির বিস্ফোরক অভিযোগ। সৌমিত্র খাঁ বললেন, ‘‘নেতৃত্বের ভুল হচ্ছে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। তার পরেও সাংগঠনিক কোনও পরিবর্তন হয়নি। ফলে আসানসোল লোকসভার উপনির্বাচন সহ অনেকগুলো রেজাল্টে দেখা গেছে দলের বিপর্যয়।’’
একুশের ভোটে গেরুয়া শিবিরের বঙ্গজয়ের স্বপ্ন হাতছাড়া। একুশের সেপ্টেম্বরেই রাজ্য বিজেপির সভাপতি হন সুকান্ত মজুমদার। একুশের সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর। গত এক বছরে একের পর এক নির্বাচনে ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। পুরভোটে থেকে উপনির্বাচন, সব ভোটেই ভরাডুবি। কলকাতা পুরভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপির প্রাপ্তি মাত্র তিনটি ওয়ার্ড। চন্দননগর ও বিধাননগর পুরভোটে খাতাই খুলতে পারেনি বিজেপি।
advertisement
advertisement
বিজেপির থেকে মুখ ফিরিয়েছে আসানসোল, শিলিগুড়ি পুরসভাও। রাজ্যজুড়ে হওয়া পুরভোটে একটি পুরসভাও দখল করতে পারেনি বিজেপি । বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা উপনির্বাচনেও পদ্মের হাল বেহাল। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃতীয় স্থানে বিজেপির আসানসোল লোকসভা উপনির্বাচনেও বিপর্যস্ত বিজেপি ৷ আসানসোল ছিনিয়ে নেয় তৃণমূল। এই নির্বাচনী ভরাডুবিকে সামনে রেখেই দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
advertisement
সৌমিত্র খাঁর কথায়, ‘‘ক্লাব কমিটি বছরে একবার হয়। বাংলায় বিজেপির কমিটি বছরে চারবার হয়। কোথাও নেতৃত্বের ভুল হচ্ছে, সেটা চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। তাতেও কার্যত নির্বিকার থেকেছে দল। ফলস্বরূপ যা হওবার তাই হয়েছে।’’ একের পর এক ভোটে বিপর্যয় হয়েছে। নিত্যনতুন দাওয়াই দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সাংগঠনিক স্তরে রদবদলও হয়েছে। কিন্তু, পদ্মের হাল-বদল বদলের কৌশল নিয়ে প্রশ্ন তুলে দিলেন সেই পদ্মেরই সাংসদ সৌমিত্র খাঁ। বর্তমান রাজ্য নেতৃত্ব দিয়ে যে দলের বাংলায় স্বপ্নপূরণ কার্যত অধরাই থেকে যাবে তাও নিজের বক্তব্যে ইঙ্গিত দিলেন সৌমিত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 3:53 PM IST