ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কালীপুজোয় এবার বড় বিপর্যয়? সতর্কতা জারি নবান্নের

Last Updated:

বুধবার বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব দক্ষিণবঙ্গের জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। চলতি সপ্তাহের শেষে, আগামী সপ্তাহে শুরুতেই এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই আন্দামান শহরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজই এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার কথা। আর ঘূর্ণিঝড় নিয়েই নবান্নের তরফে বিশেষভাবে সতর্ক করা হল দক্ষিণবঙ্গের জেলাগুলিকে। কালী পুজোর সময় বিপর্যয়ের আশঙ্কার কথা মাথায় রেখেই কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো নিয়ে বিশেষ নজরদারি নির্দেশ বিপর্যয় মোকাবিলা দফতরের। বিশেষত প্যান্ডেলগুলি যাতে শক্তপোক্ত হয় তার জন্য প্রয়োজনে জেলাশাসকদেরই গিয়ে সরজমিনে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। কারণ যাতে কোনও অপ্রীতিকর ঘটনা তৈরি না হয় সেই কথা মাথায় রেখেই এই নির্দেশ।
বিশেষতঃ কালী পুজোর সময় বিভিন্ন জায়গায় দর্শনার্থীদের প্রচুর ভিড় হবে। অন্যদিকে এই কালী পূজার সময়েই আবার এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তার জন্যই দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়তে পারে। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির মতো জেলাগুলিতে প্রভাব বেশি পড়বে। তারই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও এর প্রভাব পড়বে বলেই গতকাল, বুধবারের বৈঠকে জানানো হয়েছে। তার জন্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করার পাশাপাশি যাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয় তার জন্যই বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি ঘাটগুলিতেও যাতে বিশেষভাবে নজরদারি চালানো হয় সেই বিষয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার উপকূলে জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ ৷ শনিবার নাগাদ তা গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে। তবে দীপাবলিতে বৃষ্টির যতই সম্ভাবনা তৈরি হোক, ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আর এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার নবান্নের তরফে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কালীপুজোয় এবার বড় বিপর্যয়? সতর্কতা জারি নবান্নের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement