'প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ট্যুইট করে কুৎসা প্রচার কেন?' সাকেত ইস্যুতে এবার সুর চড়াল বঙ্গ বিজেপি
- Published by:Suvam Mukherjee
Last Updated:
বিজেপি শিবিরের প্রশ্ন, "কী কারনে হঠাৎ করে টুইট, তার তদন্তের জন্য সাকেত গোখলেকে গ্রেফতার করা কোনও অন্যায় হয়নি।"
#কলকাতা: সাকেত গোখলে ইস্যুতে এবার সুর চড়াল বঙ্গ বিজেপি। শুক্রবার রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও রাজনৈতিক দলের নেতাকর্মীদের অধিকার নেই, ব্যক্তিত্ব সম্পর্কে কুৎসা প্রচার করা। বৃহত্তম দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ মোরবি দুর্ঘটনার পর মিথ্যে প্রচার করা হল। কী কারনে হঠাৎ করে টুইট, তার তদন্তের জন্য সাকেত গোখলেকে গ্রেফতার করা কোনও অন্যায় হয়নি।"
পাশাপাশি শমীক ভট্টাচার্য বলেন,' কোনও চক্রান্তের কারণে, বাংলার কোনও রাজনীতিবিদ কিংবা অন্য কেউ এই চক্রান্তের সঙ্গে জড়িত কিনা, তার তদন্তের জন্য সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন তদন্তের স্বার্থে কাউকে নিজেদের হেফাজতে নিতেই পারে'। জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার হন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। যদিও শুক্রবার ফের আবার জামিন পান সাকেত। সাকেতের গ্রেফতারি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস।
advertisement
প্রসঙ্গত, একটি ট্যুইটকে ঘিরে অভিযোগ এনে গত মঙ্গলবার তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। বৃহস্পতিবার তিনি জামিন পান। কিন্তু জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে যদিও ফের জামিন পেয়ে যান সাকেত। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল নেতৃত্ব।
advertisement
advertisement
সাকেত ইস্যুটি ইতিমধ্যে রাজ্যসভায় উত্থাপন করেছে তৃণমূল সাংসদ জহর সরকার। তিনি জানান, যে ভাবে সাকেতকে জামিনের কয়েক ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হয়েছে, তা কখনওই মেনে নেওয়া যায় না। দল যে সাকেতের পাশে রয়েছে, সেই বার্তা দিতে শুক্রবার মোরবিতে সাকেতের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। মোরবি পুলিশ সুপারের অফিসে গিয়ে দেখাও করেন তিনি।
advertisement
তৃণমূল শিবিরের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া প্রসঙ্গে পদ্ম শিবির বলছে, "গণতান্ত্রিক দেশ। বহুদলীয় ব্যবস্থা। যে কেউই কারোর দরবারে যেতেই পারে। তবে নির্বাচন চলাকালীন কারও বিরুদ্ধে কুৎসা চলতে পারে?" এই প্রশ্ন তুলে বিজেপি শিবিরের কথায়, "গুজরাতের মত শান্তিপূর্ণ ভোট, যেখানে সামান্য একটিও অশান্তির খবর নেই। সেখানে টুইটের মাধ্যমে কুৎসা কেন করা হল, তার কারণ অনুসন্ধান জরুরি। এতে রাজনৈতিক প্রতিহিংসার কিছু নেই।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 10, 2022 1:38 PM IST







