২০২৪-এর আগে পঞ্চায়েতে গ্রামের মন জয় করতে জোন ভাগ করে প্রচার, কোমর বাঁধছে বিজেপি
- Published by:Uddalak B
Last Updated:
পুজোর আগে থেকেই এই সমস্ত জোন ধরে ধরে জেলায় জেলায় বৈঠক হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পাঁচটি জোন কমিটি গঠন করল বঙ্গ বিজেপি। হাওড়া, হুগলি, মেদিনীপুর একটা জোন। উত্তরবঙ্গ জোন। রাঢ়বঙ্গ জোন। নবদ্বীপ জোন এবং কলকাতা জোন। বিজেপি সূত্রের খবর, রাঢ়বঙ্গের বিশেষ দায়িত্বে সৌমিত্র খাঁ, উত্তরবঙ্গের দায়িত্বে দেবশ্রী চৌধুরী ,নবদ্বীপের দায়িত্বে শ্যামাপদ মন্ডল, কলকাতায় দীপক বর্মন এবং মেদিনীপুরের বিশেষ দায়িত্ব জগন্নাথ সরকারকে দেওয়া হয়েছে।
পুজোর আগে থেকেই এই সমস্ত জোন ধরে ধরে জেলায় জেলায় বৈঠক হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। দু’মাসের মধ্যে বুথ কমিটি তৈরির প্রক্রিয়া শেষ করতে হবে বলেও বৈঠকে আলোচনা হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আগামী ৮ তারিখ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সম্মেলনের ডাক দিয়েছে। তার আগেই পঞ্চায়েত নির্বাচনের নিয়ে প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। মঙ্গলবার বিজেপি রাজ্য দফতর মুরলি ধর সেন লেনে বিজেপির প্রস্তুতি বৈঠক ছিল। দেবশ্রী চৌধুরী, সৌমিত্র খাঁ, ফাল্গুনী পাত্র, বঙ্কিম ঘোষ, বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন : ইডি-র কাছে সময় চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে চিঠি!
সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, 'পুজোর আগে থেকেই নির্দিষ্ট জোন ধরে ধরে আমরা জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক করব। বিগত দিনের মতো তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটে সন্ত্রাস যদি না করতে পারে তাহলে আমরা পঞ্চায়েত ও জেলা পরিষদ দখল করব'। প্রসঙ্গত, বিজেপি নেতারা বুঝে গিয়েছেন যে, গ্রাম যার বাংলা তার। তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনকে সেমিফাইনাল হিসেবেই দেখছেন বঙ্গ বিজেপির নেতারা। এখন থেকেই গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার প্রচার কর্মসূচিতে জোর দিতে হবে, বলছেন তাঁরা। মঙ্গলবারের বৈঠকে গেরুয়া শিবিরের তরফে এই নির্দেশও জারি করা হয়েছে।
advertisement
এদিনের বৈঠকের পর নেতৃত্বরা বলেছেন, বিজেপির ছায়া তৈরি হয়ে রয়েছে। সেই ছায়াকে কাজে লাগাতে হবে। গোষ্ঠীকোন্দল ও সাংগঠনিক দুর্বলতাকে কাটিয়ে তুলে পঞ্চায়েত নির্বাচনে সবাইকে এক হয়ে ঝাঁপাতে হবে বলেও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।
VENKATESWAR LAHIRI
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 11:26 PM IST