Anubrata Mandal: অনুব্রতর শুনানিতে বড় বদল? আদালতে বিশেষ আবেদন আসানসোল সংশোধনাগারের

Last Updated:

Anubrata Mandal: অনুব্রতর শুধু আত্মীয়রই বিপুল সম্পত্তি নয়, তাঁর সিএ-এর নামে রয়েছে বোলপুর, কলকাতা ও পার্শবর্তী এলাকায় ফ্ল্যাট, জমি। সিবিআইয়ের নজরে সিএ।

অনুব্রত মণ্ডল
Representative Image
অনুব্রত মণ্ডল Representative Image
#কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত মণ্ডলকে জেলে রেখেই ভার্চুয়ালি শুনানির জন্য আবেদন আসানসোল জেল কর্তৃপক্ষর। আসানসোল আদালতে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে। অনুব্রতকে আগামী শুনানিতে ভার্চুয়ালি পেশের জন্য আবেদন করা হয়েছে আসানসোল জেল কর্তৃপক্ষের তরফে আসানসোল সিবিআই স্পেশাল আদালতে। অনুব্রতর নিরপত্তাজনিত কারণে আদালতে পেশ না করে জেল থেকে ভার্চুয়ালি শুনানি জন্য আবেদন করা হয়েছে।
সেক্ষেত্রে বুধবার অনুব্রত মণ্ডলকে আদালতে না এনে, আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে ভার্চুয়াল প্রোডাকশনের জন্য আবেদন করা হয়েছে বলে আসানসোল সংশোধনাগার সূত্রে খবর। যদিও তার শুনানি এখনও আদালতে হয়নি। কারণ অনুব্রত মণ্ডলকে জেল থেকে বের করে আদালতে নিয়ে যাওয়া হলে সেক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে বলে আশঙ্কা আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষের।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময় শুনানির দিন আদালত চত্বরে কখনও 'গরু চোর; বলে স্লোগান শোনা গিয়েছিল একাধিকবার। তাই বাড়তি নিরাপত্তা  দিতেই এই আবেদন। অন্যদিকে সিবিআই সূত্রে খবর, শুধু অনুব্রতর আত্মীয়রাই বিপুল সম্পত্তি নয়, এবার অনুব্রতর সিএ এর  বিপুল সম্পত্তি রয়েছে দাবি সিবিআইয়ের। বোলপুর, কলকাতা ও পার্শবর্তী এলাকা-সহ একাধিক জায়গায় রয়েছে ফ্ল্যাট। রয়েছে প্রচুর জমি জায়গা। সম্পত্তির আয়ের উৎস জানতে চায় সিবিআই। আয়ের সঙ্গে সংগতিহীন সম্পত্তি দাবি সিবিআইয়ের।
advertisement
বাড়িতে অফিসে তল্লাশি করলেও অনুব্রত মণ্ডলের আয়ের উৎস নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। গরু পাচার মামলায় বৃহৎ ষড়যন্ত্রকারী হিসাবে অনুব্রতর বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ রয়েছে এই মর্মে আগামিকাল বুধবার সিবিআই ঢাল করতে চলেছে বলে সিবিআই সূত্রে খবর। আগামিকাল বুধবার অনুব্রতর তরফে আইনজীবী জামিনের আবেদন করতে চলেছে কারণ ১৪ দিনের জেল হেফাজত শেষ। তাঁর অসুস্থতা রয়েছে। গরু পাচারে সরাসরি অনুব্রত যোগ পাওয়া যায়নি। তাঁর আত্মীয়, ও পরিচিতদের থেকে যে সম্পত্তি ও দলিল ও ব্যাঙ্ক একাউন্ট মিলেছে তাতে, অনুব্রতর থেকেই যে গরু পাচারে টাকা গিয়েছে  সেটা প্রমাণ করাই সিবিআই-এর কাছে বড় চ্যালেঞ্জ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mandal: অনুব্রতর শুনানিতে বড় বদল? আদালতে বিশেষ আবেদন আসানসোল সংশোধনাগারের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement