Durga Puja Donation Case: বকেয়া নেই DA, পুজো 'অনুদান' মামলায় হাইকোর্টে হলফনামা পেশ রাজ্যের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Durga Puja 2022 || Calcutta High Court: রাজ্য সরকারের হলফনামায় বলা হয়েছে, রাজ্য সরকার পূজা কমিটিগুলোকে বিদ্যুৎ বিলে কোনও ছাড় দিচ্ছে না। মামলার গ্রহণযোগ্যতা নেই। অবিলম্বে বিপুল আর্থিক জরিমানা করে মামলা খারিজ করা উচিত।
#কলকাতা : পুজো অনুদান মামলায় হলফনামা দায়ের করল রাজ্য। রাজ্যের সরকারি কর্মীদের কোনও মহার্ঘভাতা বকেয়া নেই জানিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাল রাজ্য সরকার। পুজো অনুদান মামলায় এই হলফনামা জমা দিল রাজ্য সরকার।
রাজ্যের কাছে কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। সেই জন্যই আদালতে রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। সেই মামলা এখন বিচারাধীন। তাই আদালতের নির্দেশের পরে রাজ্য তার কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে উদাসীন এই বক্তব্য যুক্তিসঙ্গত নয়। কর্মীদের মহার্ঘ ভাতা এবং পূজার অনুদান দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। দুটিকে এক ছাতার তলায় নিয়ে এসে অভিযোগ করা যায়না।
advertisement
advertisement
রাজ্য সরকারের হলফনামায় বলা হয়েছে, রাজ্য সরকার পূজা কমিটিগুলোকে বিদ্যুৎ বিলে কোনও ছাড় দিচ্ছে না। মামলার গ্রহণযোগ্যতা নেই। অবিলম্বে বিপুল আর্থিক জরিমানা করে মামলা খারিজ করা উচিত। এই মামলা করার কোনও গ্রহণযোগ্য অবস্থান মামলাকারীর নেই। পুজো সংক্রান্ত অনুদানের জন্য ২০১৮ সাল থেকেই পুলিশ 'অনুশীর্ষে' (Sub Head) অর্থ বরাদ্দ করা হচ্ছে। সংবিধান অনুযায়ী রাজ্য সরকার মনে করলে জনগণের জন্য অর্থ বরাদ্দ করতে পারে। এতে কোনও বাধা নেই।
advertisement
হলফনামায় বলা হয়, ইউনেস্কোর তরফ থেকে দুর্গাপূজাকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। এটা রাজ্যের সঙ্গে দেশের জন্যও গর্বের বিষয়। সংবিধানের 51A ধারা অনুযায়ী হেরিটেজ রক্ষা করার দ্বায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের রয়েছে এবং রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করা হয় যেন তারা এগুলিকে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। দুর্গাপুজোর দিনগুলিতে উৎসবকে মসৃণভাবে পরিচালনা করার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়। কোন নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য এই অর্থ বরাদ্দ হয় না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2022 5:04 PM IST