corona virus btn
corona virus btn
Loading

এ কেমন মা? শিশু কাঁদলে তার মুখে লিউকোপ্লাস্ট,তারপর গলা টিপে খুন!ঘটনার হাড়হিম বিবরণ 'খুনি' মায়ের

এ কেমন মা? শিশু কাঁদলে তার মুখে লিউকোপ্লাস্ট,তারপর গলা টিপে খুন!ঘটনার হাড়হিম বিবরণ 'খুনি' মায়ের
Representative Image

মহিলা কি মানসিক রোগী? কারণ বাচ্চা খুন করা মায়ের পক্ষে সত্যিই অসম্ভব, বলছেন মনস্তত্ববিদ

  • Share this:

#কলকাতা: বেলেঘাটায় শিশু খুনে অভিযুক্ত মা৷ নিজেই সেকথা স্বীকার করে নিয়েছেন সন্ধ্যা মালো৷ তবে শিশু খুনের ঘটনাকে কেন তিনি এভাবে নাটকের রূপ দিয়েছিলেন, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের৷ তার শিশু চুরি হয়েছে এই নাটকটি করেন মা সন্ধ্যা৷ এবং সেই মত নাটকটি সাজাতে নিজের মাথায় আঘাত করেন তিনি৷ যাতে এটা স্পষ্ট হয় যে শিশুকে ছিনতাই করার সময়ে ছিনতাইবাজরা তাকেও আঘাত করতে ছাড়েনি৷ জিজ্ঞাসাবাদের সময় এসব তথ্য নিজেই দিয়েছেন সন্ধ্যা মালো৷

জেরায় তিনি আরও জানিয়েছেন যে ১৫দিন আগে থেকে শিশু খুনের পরিকল্পনা করছিলেন তিনি৷ প্রথমে শিশুকে গলা টিপে খুন করতে যান৷ কিন্তু শিশুটি চিৎকার করে কাঁদতে থাকলে তার মুখে লিউকোপ্লাস্ট দিয়ে আটকে দেন সন্ধ্যা৷ তারপর তাকে হত্যা করে ম্যানহোলে ফেলে দেন তিনি৷ বাড়ি ফাঁকা থাকার সুযোগে শিশুকে খুন করেন তিনি এবং ঘটনা ধামা চাপা দিতে অপহরণের নাটক করেন৷ তবে মা হয়ে কেন এমন নৃশংস আচরণ করলেন সন্ধ্যা, তারই খোঁজ চালানো হচ্ছে৷

মনস্তত্ববিদ হিরণ্ময় সাহার মতে বাচ্চাকে খুন করা মায়ের পক্ষে কষ্টকর৷ তাই এই মহিলার নিশ্চিত কিছু মানসিক সমস্যা রয়েছে, যার ফলে তিনি নিজের সন্তানকে খুন করেছেন৷

এই মহিলার আচরণের কারণ বর্ণনা দিতে গিয়ে কয়েকটি কারণ উল্লেখ করেছেন৷ ১) মহিলার অবৈধ সম্পর্ক থাকার ফলে এমন কাণ্ড তিনি ঘটাতে পারেন৷ মনস্তত্বের হিসেবে হাজারের মধ্যে একজনের এরকম হতে পারেন বলেই তিনি জানিয়েছেন৷ এছাড়াও যেই কারণগুলির জন্য এমন ঘটনা ঘটাতে পারেন একজন মা, সেগুলি হল ২) সন্তান হওয়ার পর মায়েদের মধ্যে অবসাদ দেখা দেয়, তা থেকে এমন চিন্তা আসতে পারে ৩) পারিবারিক অশান্তি থাকতে পারে ৪) মানসিক ভাবে ভেঙে পড়ার ঘটনা এটা এক লক্ষের মধ্যে একজন ৫) অপরাধ মনস্ক ৬) আত্মহত্যা অসুখ থাকলেও এমন ঘটনা ঘটতে পারে

First published: January 27, 2020, 11:42 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर