Beleghata Dacoity Case: ক্লায়েন্ট সেজে আইনজীবীর বাড়িতে ডাকাত! ভয়ঙ্কর কাণ্ড বেলেঘাটায়
- Published by:Suman Majumder
Last Updated:
Beleghata News: আইনজীবীর কাছে আইনী পরামর্শ নিতে আসে ক্লায়েন্ট। তার পরই ঘটে ভয়ঙ্কর ঘটনা।
#কলকাতা: শুক্রবার বেলেঘাটা থানা এলাকায় সুরেশ ইষ্ট রোডের ডাকাতির ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। আইনজীবী সায়ন মুখার্জির সঙ্গে দেখা করার অজুহাতে আইনজীবীর বাড়ির মধ্যে ঢুকে পড়ে চার অভিযুক্ত। বন্দুক দেখিয়ে চলে ডাকাতি।
এই ঘটনার পরে তদন্তে নামে বেলেঘাটা থানা। রবিবার চার অভিযুক্ত গ্রেফতারের পরে জানা যায়, আইনজীবীর কাছে আইনী পরামর্শ করার অজুহাতে বাড়িতে এসে পরিবারের প্রতিটি সদস্যের মুখ ও হাত বেঁধে সবই হাতিয়ে নেয় অভিযুক্তরা। বন্দুক দিয়ে ভয় দেখানোর পরেই বন্দুকের বাঁট দিয়ে কল্যাণ বাবু ও ছেলে সায়নকে আঘাত করে দুষ্কৃতিরা।
আরও পড়ুন- বাংলায় হবে যোজনা কমিশন, নেতাজি-স্মরণে কেন্দ্রকে তোপ মমতার
বাড়ি থেকে এক লক্ষ টাকা নগদ অর্থ ও সোনা সহ রুপোর গয়না নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। বিভিন্ন সিসি ক্যামেরায় তদন্তকারীরা দীর্ঘ সময় ধরে দেখেন, বেশ কিছু লোক আইনজীবীর বাড়ির দিকে নজর রেখেই এই পরিকল্পনা বাস্তবে রুপ দিয়েছে।
advertisement
advertisement
বেলেঘাটা তদন্তকারীদের কাছে গোপন সূত্রে খবর আসে, এক অভিযুক্ত রুপ বাহাদুর কসবায় গা ঢাকা দিয়েছে। প্রথম অভিযুক্তের নাগাল পেতেই আরও তিন অভিযুক্তের সন্ধান পায় বেলেঘাটা থানা। যদিও এই ঘটনায় চারজন ছাড়াও আরও ব্যাক্তি জড়িত বলে মনে করছে তদন্তকারীরা। এই ঘটনায় মূল চক্রী ঘটনার পরেই রাজ্যের বাইরে গা ঢাকা দিয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী।
advertisement
রবিবার শিয়ালদহ আদালতে পেশ করে চার অভিযুক্তকে নিজেদের হেফাজত চায় বেলেঘাটা থানা। শিয়ালদহ আদালত আগামী মাসের তিন তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেয়। যদিও এখনো পর্যন্ত নগদ টাকা বা গহনা উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন- ভারতীয় রেলের স্মরণে 'নেতাজী এক্সপ্রেস', কেন কালকা মেলের নাম বদলে করা হয় ? জানুন
এদিকে এই ঘটনায় ভারতীয় দন্ড বিধির ৩৯৫ ও ১২০ বি ধারা যোগ করা হয়েছে। ডাকাতি ও ষড়যন্ত্রের মতো ধারা যোগ করে তদন্তকারী তদন্তে অগ্রগতি চায়। এছাড়া এই রাজ্যের বাইরে পলাতক অভিযুক্তদের নাগালে পেতে চায় বেলেঘাটা থানা। প্রসঙ্গত আইনজীবীর বাড়িতে ভর সন্ধ্যেয় এমন ঘটনায় অবাক স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2022 6:30 PM IST