Mamata Banerjee on Subhas Chandra Bose: বাংলায় হবে যোজনা কমিশন, নেতাজি-স্মরণে কেন্দ্রকে তোপ মমতার

Last Updated:

Mamata Banerjee on Subhas Chandra Bose: নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''নেতাজি যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। আর মোদি সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশনই তুলে দিয়েছে। নীতি আয়োগ তৈরি করেছে। এই সিদ্ধান্ত লজ্জার। আমরা বাংলায় যোজনা কমিশন গড়ে তুলব।''

মমতার নেতাজি-স্মরণ
মমতার নেতাজি-স্মরণ
#কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ময়দানে নেতাজি মৃর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে হাজির রয়েছেন বিশিষ্টজনেরাও। সেই অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান বাংলার মুখ্যমন্ত্রী। রবিবার দুপুর বেলা সওয়া বারোটায় নেতাজির জন্মক্ষণে বেজে উঠল সাইরেন। শঙ্খ বাজালেন মুখ্যমন্ত্রীও। এরপর নেতাজি মূর্তিতে মাল্যদান করেন তিনি।
এদিন নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''নেতাজি যোজনা কমিশনের পরিকল্পনা করেছিলেন। আর মোদি সরকার ক্ষমতায় এসে যোজনা কমিশনই তুলে দিয়েছে। নীতি আয়োগ তৈরি করেছে। এই সিদ্ধান্ত লজ্জার। আমরা বাংলায় যোজনা কমিশন গড়ে তুলব।'' এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 'নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে স্মরণ করে আমরা আজাদ হিন্দ মনুমেন্ট তৈরি করছি। নেতাজির নামে উৎসর্গ করে জয় হিন্দ বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে আমাদের এই বাংলায়। জাতীয় প্ল্যানিং কমিশনের আদলে তৈরি হচ্ছে বেঙ্গল প্ল্যানিং কমিশন।''
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, ''এই প্ল্যানিং কমিশন ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মস্কিষ্ক সূচিত। এই কমিশন তুলে দেওয়া লজ্জাজনক। আমরা স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তুলব।'' প্রজাতন্ত্র দিবসে বাংলার 'নেতাজি' ট্যাবলো বাতিল হওয়া নিয়েও এদিন ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, '''নাই বা হল জায়গা দিল্লিতে। বাংলায় নেতাজি থাকবেনই। আর বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। এবারেও তাই দেখাবে। প্রজাতন্ত্র দিবসে রেড রোডে এই ট্যাবলো আমরা বের করব।'
advertisement
মুখ্যমন্ত্রীর সংযোজন, 'নেতাজি কেবল বাংলার নয়, তিনি গোটা বিশ্বের। ভারত ছেড়ে চলে যাওয়ার পর আর ফেরেননি তিনি। কোথায় গেলেন, কী হল? কেন্দ্র বারবার বলেছে, সত্য সামনে আসবে। কিন্তু কিছুই হয়নি।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Subhas Chandra Bose: বাংলায় হবে যোজনা কমিশন, নেতাজি-স্মরণে কেন্দ্রকে তোপ মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement