Dengue: ডেঙ্গির ছোবল থেকে বাঁচলেন না বেলেঘাটা আইডির কর্তা! লড়েছিলেন বিধানসভা ভোটেও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গতকাল পর্যন্ত তাঁর রক্তে প্লেটলেটের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার৷ কিন্তু রাতেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ রাতেই তাঁর প্লেটলেটের সংখ্যা নেমে আসে ১৬ হাজারে৷
#কলকাতা: এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার (৪২)৷ এ দিন বেলেঘাটা আইডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা অনির্বাণ বাবু গত ১ নভেম্বর থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন৷ বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এই তরুণ আধিকারিক ২০১১ এবং ২০১৬ সালে সাঁকরাইল কেন্দ্র থেকে সিপিএম-এর প্রার্থীও হন৷
রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে৷ বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, কয়েকদিন আগেই জ্বর আসে অনির্বাণ বাবুর৷ ডেঙ্গি পরীক্ষার ফল পজিটিভ আসার পর গত ২ নভেম্বর তাঁকে আইডি হাসপাতালেই ভর্তি করা হয়৷ গতকাল পর্যন্ত তাঁর রক্তে প্লেটলেটের সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার৷ কিন্তু রাতেই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ রাতেই তাঁর প্লেটলেটের সংখ্যা নেমে আসে ১৬ হাজারে৷
advertisement
রাতেই অনির্বাণ বাবুকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ এ দিন সকালেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনায় বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে৷ গত বছর করোনাতেও আক্রান্ত হয়েছিলেন অনির্বাণ বাবু৷ করোনার ধাক্কা কাটিয়ে উঠলেও শরীর কিছুটা দুর্বল হয়ে পড়েছিল৷ শেষ পর্যন্ত ডেঙ্গির সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ালো৷
advertisement
advertisement
অনির্বাণ হাজরার বাবা হারান হাজরা রাজ্যের প্রাক্তন বিধায়ক ছিলেন৷ সাঁকরাইল কেন্দ্র থেকেই ১৯৬৯, ১৯৭১ এবং ১৯৭২ সালে বিধায়ক নির্বাচিত হন তিনি৷ এসএফআই-এর মুখপত্র ছাত্র সংগ্রামেরও প্রাক্তন সম্পাদক ছিলেন অনির্বাণ৷ মাত্র বছর দেড়েক আগেই চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি৷ ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সাঁকরাইল কেন্দ্র থেকে মাত্র ১১৩ ভোটে পরাজিত হন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2022 2:23 PM IST