পঞ্চায়েত মামলার শুনানি শেষের আগেই বোর্ড গঠনের সিদ্ধান্ত, শীঘ্রই বিজ্ঞপ্তি জারি রাজ্যের
Last Updated:
সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি শেষের আগেই বোর্ড গঠনের সিদ্ধান্ত রাজ্যের ৷
#কলকাতা: পঞ্চায়েত নিয়ে ফের জটিলতা ৷ সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি শেষের আগেই বোর্ড গঠনের সিদ্ধান্ত রাজ্যের ৷ বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এমনটাই জানা গিয়েছে ৷ সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন পঞ্চায়েত মামলা ৷ পরবর্তী শুনানি সোমবার ৷
আপাতত ৮টি জেলা পরিষদের বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল ৷ এখন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদহ, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের বোর্ড গঠন করা হবে বলে জানা গিয়েছে ৷ এই মর্মে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য ৷
অন্যদিকে, রাজ্যে পঞ্চায়েতে রেকর্ড সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের জয়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধীরা ৷ এক তৃতীয়াংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়েই মামলা হয় সু্প্রিম কোর্টে ৷ সেই মামলায় ৩ জুলাই প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ৬ অগস্ট পঞ্চায়েত নিয়ে কিছু একটা নির্দেশ তারা দেবে ৷ তবে নির্ধারিত দিনে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অনুপস্থিত থাকায় মামলার শুনানি আগামী সোমবার অবধি মুলতুবি রাখে সুপ্রিম কোর্ট ৷
advertisement
advertisement
আরও পড়ুন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নামে গেজেট বিজ্ঞপ্তি জারি করায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ১৩ অগস্ট ওই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই সংক্রান্ত নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশ নিয়েই আশাবাদী বিরোধীরা ৷ মামলার নির্দেশ আসার আগেই রাজ্যের জেলা পরিষদের বোর্ড গছনের সিদ্ধান্ত বিতর্ক রাজনৈতিক মহলে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2018 7:19 PM IST