সম্পত্তির অসঙ্গতি পেলে রাজনীতি ছাড়ব, হাই কোর্টের সম্পত্তি অসঙ্গতি মামলায় মন্তব্য ব্রাত্যর

Last Updated:

তার পরে শিক্ষামন্ত্রী সন্ধেবেলায় সাংবাদিক বৈঠকে বলেন, আমরা চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব যাতে সমস্ত পদে নিয়োগ করা যায়। তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো।

ব্রাত্য বসু। ফাইল ছবি
ব্রাত্য বসু। ফাইল ছবি
#কলকাতা: তৃণমূল নেতাদের আয় বৃদ্ধির মামলায় ইডি-কে যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মামলায় ১৯ তৃণমূল নেতার সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই তৃণমূল নেতাদের মধ্যে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম, গৌতম দেব, অর্জুন সিং, মলয় ঘটক, জাভেদ খান, অমিত মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, মদন মিত্র, শিউলি সাহা, সব্যসাচী দত্তর মতো পরিচিত মুখ। আর তাই নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন ব্রাত্য বসু।
আরও পড়ুন: নেই বাহারি পদ, খাদ্যরসিক পার্থ সাদামাটা খাবারেই সারলেন রবিবারের মধ্যাহ্নভোজন
তিনি বলেছেন, ‘‘আমি তিন বার ভোটে দাঁড়িয়েছি। হলফনামা জমা দিয়েছি। আমি তিন বার ভোটে দাঁড়িয়েছি। হলফনামা জমা দিয়েছি। প্রত্যেকে মিলিয়ে দেখে নিতে পারেন। কোনও অসঙ্গতি থাকলে আমি রাজনীতি ছেড়ে দেব।’’ সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন এসসসি আন্দোলনকারীরা। সেই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর তাঁরা বাইরে এসে বলেন, আমাদের সদর্থক আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন, সমস্যার দ্রুত সমাধান হবে।
advertisement
আরও পড়ুন: হাজিরা এড়িয়ে কি নিজেরই বিপদ বাড়ালেন অনুব্রত মণ্ডল? দুই পথ ধরে এগোতে চাইছে সিবিআই!
তার পরে শিক্ষামন্ত্রী সন্ধেবেলায় সাংবাদিক বৈঠকে বলেন, আমরা চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব যাতে সমস্ত পদে নিয়োগ করা যায়। তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। আমরা জট খেলার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। আজকের বৈঠক সদর্থক। এর পরেও অবশ্য আন্দোলনকারীদের সঙ্গে একাধিক বৈঠক হতে পারে। গোটা বিষয়টি যাতে স্বচ্ছ থাকে, সে দিকে নজর রাখবে।
advertisement
advertisement
অভিজিৎ চন্দ
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সম্পত্তির অসঙ্গতি পেলে রাজনীতি ছাড়ব, হাই কোর্টের সম্পত্তি অসঙ্গতি মামলায় মন্তব্য ব্রাত্যর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement