Covid Restriction in West Bengal|| বার-রেস্তোরাঁয় করোনা বিধি মানতেই হবে, সংক্রমণে রাশ টানতে কড়া বার্তা স্বরাষ্ট্র সচিবের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বার এবং রেস্তোরাঁ খোলা বন্ধের বিষয়ে এ বারে আরও সতর্ক প্রশাসন। কড়া হাতে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
#কলকাতা: বার এবং রেস্তোরাঁ খোলা বন্ধের বিষয়ে এ বারে আরও সতর্ক প্রশাসন। কড়া হাতে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। শনিবার পুলিশ কমিশনারদের সঙ্গে করোনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সের মধ্যেই বার ও রেস্তোরাঁগুলিতে অভিযান চালানোর নির্দেশ দেন স্বরাষ্ট্র সচিব। যে সময়সীমা দেওয়া রয়েছে সেই সময় সীমার পরে অভিযান চালাতে হবে নিয়মিত। সম্প্রতি হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল এবং পার্ক হোটেলের ঘটনার পরই পুলিশকে কড়া হওয়ার নির্দেশ বলে মনে করছে ওয়াকিবহালমহল।
পাশাপাশি, করোনা বিধিকে আরও কার্যকরী করার নির্দেশ দেওয়া হয়েছে। রাত ন'টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে বিধি-নিষেধ রয়েছে সেই বিধি-নিষেধকে আরও কড়া হাতে কার্যকরী করতে হবে। মাস্ক ব্যবহার নিয়ে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে শহরে, বিশেষত বস্তি এলাকাগুলিতে টিকাকরণের উপর ৷ মৃত্যুর কারণ বিশ্লেষণের সঙ্গে প্রয়োজনে মৃত্যুর ঘটনা হ্রাসের দিকেও নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের৷ বাজার এলাকাগুলির সচেতনতা প্রসার কর্মসূচিতে বাজার কমিটিগুলিকে সামিল করার কথা বলা হয়েছে ৷ বিশেষত বাজারে যাতে মাস্ক ব্যবহার করা হয়, সেই সচেতনতা প্রসারে বাজার কমিটিদের নিযুক্ত করার নির্দেশ জারি করা হয়েছে ৷
advertisement
তৃতীয় ঢেউ রোধে রাজ্যের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলির দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য প্রশাসন৷ ইতিমধ্যেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের পর্যটনকেন্দ্রগুলিতে শুরু হয়েছে নাকা-চেকিং৷ সোমবার কাঁথি মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোভিডের দুই দফা টিকাগ্রহণ সম্পূর্ণ করে তবেই দিঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর-সহ স্থানীয় সৈকতকেন্দ্রিক পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে পারবেন পর্যটকরা ৷ নয়তো, ৪৮ ঘণ্টার মধ্যে করানো র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা (র্যাট) বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ৷
advertisement
advertisement
সাধারণত সপ্তাহান্তে দিঘা-সহ কাছাকাছি সৈকতগুলিতে পর্যটকদের ভিড় বাড়ে৷ শুক্রবার দিঘা বাইপাসে নাকা তল্লাশিতে শতাধিক পর্যটককে ফিরিয়ে দেওয়া হয় ৷ টিকার দুটি ডোজের শংসাপত্র বা র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা (র্যাট) বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে না পারা পর্যটকরা ফিরে যেতে বাধ্য হয়েছেন সমুদ্রদর্শন অধরা রেখেই ৷
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2021 10:02 PM IST